আমাদের কথা খুঁজে নিন

   

গুরুজী ও দুইজন ভক্ত

দেশই আমার মা, মা-ই আমার দেশ।

আমি এই মাত্র জম্ম নেওয়া নতুন লেখক। আমি আমার লেখনী জীবনে প্রথম আপনাদের একটা গল্প বলব। গল্পটা নিম্মরূপ: একদা একজন বেজায় ভদ্রলোক ছিল, তার নাম গল্পের শেষে বলব। সে যাই হোক, তো সেই ভদ্রলোকের দুইজন ভক্ত ছিল, তাদের নামও গল্পের শেষে বলব।

সমস্যা হল একজন আরেক জনকে কিন্তু একদম সহ্য করতে পারে না। সব সময় সুযোগে থাকে কে কাকে সর্ব্বোচ কষ্ট দিতে পারে। এই ভক্ত দুইজন আবার সব সময় ভদ্রলোকে সেবা করার ইচ্ছা মনের মধ্যে পোষন। এ নিয়ে তাদের মধ্যে খুব ঝগড়া হয়। ভদ্রলোকেটি তাই একটি সমাধান বের করলেন।

সমাধানটি কি, সমাধানটি হল, ভদ্রলোকের শরীরের বাম দিক একজন সেবা করবে এবং ডান দিক আরেকজন সেবা করবে। একদিন হইল কি, ভদ্রলোক একটি কাজের জন্য বাম দিকের জনকে বললেন,"তা বাবা তুই একটু যা তো আমার এই কাজটা করে আয়, ততখন না হয় ডান দিকের জন আমার ডান-বাম দুইদিকই সেবা করবে"। তা গেল, বাম দিকেরজন কাজ করতে চলে গেল। এইদিকে ডান দিকেরজন ভাবছে,"আমার কি দায় ওর দিক আমি সেবা করব? আমার বয়েই গেল !! ওর দিকে আমি এমন সেবা করব যে ভবিষ্যতে ঐদিকে ও আর সেবাই করতে পারবেনা"। তারপর ডান দিকেরজন ভদ্রলোকের বাম দিকের হাত ও পা ভেগেঁ চার-পাচঁ টুকরা করে ফেললো।

ভদ্রলোক যতই চিৎকার ওরে আমার হাত পা ভাগিস না ততই জোরে ডান দিকেরজন বলে না গুরুজী না, ওর দিকের কোন কিছুই সেবা করার মত রাখব না। অর্থাৎ, ভদ্রলোকের বামদিক শেষ। হরজতি (সন্ত্রাসী কর্মকান্ড) শেষ করে ডান দিকেরজন হাত মুখ ধুইতে বাহিরে গেল। এইদিকে বামদিকের সেবক এসে দেখে ভদ্রলোকের বাম দিকের উপর দিয়ে কেয়ামত বয়ে গেছে আর ডানদিকে কিসুই হয় নাই, বামদিকের জনের বুঝার কিছু বাকি নাই। উত্তর, দক্ষিন, পূ্র্ব, পশ্চিম কোন কিছু না ভাবিয়া বাম দিকেরজনও ডান দিকে ঝাপিঁয়া পরল।

এবং ডান দিকের অবস্থা বাম দিকের চেয়ে দিগুন খারাব করে ছাড়ল। সেও হরজতি (সন্ত্রাসী কর্মকান্ড) শেষ করে যখন হাত মুখ ধুইতে বাহিরে যাবে ঠিক তখনি ডান দিকের জন গৃহে প্রবেশ করল। মুখামুখী হওয়া একজন আরেক জনের দিকে অগ্নি দৃষ্টি তাকালো........... না পাঠক এরা মারামারি করে নাই। কিছুখন পরে এদের অগ্নি দৃষ্টি শীতল দৃষ্টিতে পরিনত হয়। পাঠক ভাবছেন ভদ্রলোকের কি হল।

না উনি মারা যাননি। উনিতো ভদ্রলোক ভাল মানুষ। ভাল মানুষদের অনেক সহ্য ক্ষমতা, অনেক ধের্য্য। এই সব গুনের কারনে ভদ্রলোকরা সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিপক্ষে ধের্য্য ধরেন এবং সহ্য করেন। তা না হলে কেমন করে এই দেশে....... ও...হ্যা...গল্পতো শেষ, তাহলে চরিত্র গুলোর নাম বলে দেই------- ভক্ত দুইজনের একজনের নাম আওয়ামী লীগ এবং অপর জনের নাম বি,এন,পি।

আর ভদ্রলোকের নাম বাংলাদেশর জনগন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.