kamrul hasan
সত্যায়ন নিয়ে ছেলেখেলা ছেলেবেলা থেকে শু্রু না হলেও কলেজ বা কর্ম জীবনের শুরু থেকেই এর প্রভাব পরে । সত্যায়নের বিরক্তি কর কবল থেকে কেওই রেহাই পায়না । উচ্চশিক্ষা জীবনের শুরু বা কর্মজীরনের শুরুতে আবেদনে সত্যায়ন ছারা কোন কাগজ জমা দেয়া গ্রহনযো্গ্য নয়। এর একটি নীতি মালাও আছে কিন্তু এটি পালন করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়না, ফলে বেশিরভাগ আবেদন কারি অসত্য পথ অবলম্বন করেন। জীবনের শুরুতে যদি এমন অসত্য পথ অবলম্বন করতে হয় তবে জীবনটা কেমন হবে তা ভাবতে হবে এখনই। সত্তিই কি মিত্যা সত্যায়ন দরকার আছে কি না তাও ভাবা দরকার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।