আমাদের কথা খুঁজে নিন

   

দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

শেরপুর ও জামালপুর জেলার সীমান্তবর্তী দুই গ্রামবাসীর মধ্যে গতকাল তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, দোকানে হামলা ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ৩০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। দুই জেলার সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মঙ্গলবার রাতে জামালপুর জেলা সদরের ছনকান্দা গ্রামের জনৈক ব্যক্তির সঙ্গে শেরপুর জেলা সদরের কুলুরচর গ্রামের এক ব্যক্তির মোবাইল সিম কেনা নিয়ে বাকবিতণ্ডা ও মারমারি হয়। এর জেল ধরে গতকাল সকালে ছনকান্দা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কুলুরচর গ্রামের বিভিন্ন বাসাবাড়ি ও দোকান-পাটে হামলা চালায়। আটটি বাড়িতে অগি্নসংযোগ এবং ১০টি দোকানে লুটপাট ও ভাঙচুর করে তারা। এ সময় দুই জেলার প্রায় ১০ হাজার লোক সহিংসতায় জড়িয়ে পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.