সাতক্ষীরায় বাড়ি থেকে ধরে নিয়ে বিএনপি সমর্থিত এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, বাড়ি থেকে ধরে এনে নয়, যৌথবাহিনীর ওপর গুলি চালালে পাল্টা গুলিতে নিহত হন ওই ইউপি চেয়ারম্যান। তার নাম আনারুল ইসলাম। সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। নিহত আনারুল উপজেলার কাশেমপুর গ্রামের আবদুর রহমান সানার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, জামায়াত-অধ্যুষিত আগরদাঁড়ির শিকড়ি নামক এলাকায় যৌথবাহিনী আত্দরক্ষার্থে গুলি চালালে গতকাল এ ঘটনা ঘটে। নিহতের বিরুদ্ধে সদরসহ বিভিন্ন থানায় গাছ কেটে সড়ক অবরোধ, নাশকতা সৃষ্টি ও সাম্প্রতিক সহিংসতার একাধিক মামলা রয়েছে।
পুলিশের সদর সার্কেলের এএসপি মনিরুজ্জামান মনির জানান, বেলা পৌনে ১টার দিকে যৌথবাহিনীর সদস্যরা সদর উপজেলার জামায়াত-অধ্যুষিত সীমান্তবর্তী আগরদাঁড়ি কুশখালী এলাকায় অভিযানে বের হন। শিকড়ি নামক এলাকায় পেঁৗছলে একটি কুলবাগান থেকে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে ককটেল, গুলি ও বোমা ছোড়ে। এ সময় যৌথবাহিনীর সদস্যরা আত্দরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে এক ব্যক্তির শরীরে বিদ্ধ হয়। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম বলে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ও গ্রামবাসী। ওসি জানান, হামলাকারীরা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের লোক। বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি পাইপগান ও তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। এদিকে নিহতের ছোট ভাই জিয়াউল ইসলাম জানান, সকালে একটি মাইক্রোবাসে করে সাদা পোশাকধারী পাঁচ ব্যক্তি তাদের বাড়িতে আসেন। এ সময় তারা আনারুল চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। পরে তাকে ওই মাইক্রোবাসে তুলে নিয়ে যান তারা। বিকালে তার লাশ সদর হাসপাতালে রয়েছে বলে জানায় পুলিশ।
অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলিম জানান, নিহত আনারুল বিএনপির সক্রিয় সমর্থক। তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।
এখনো বিচ্ছিন্ন রাজধানী, বেড়েছে ধরপাকড় : বিএনপির ডাকা মার্চ ফর ডেমোক্রেসি ঘিরে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক ধরপাকড় কালও ছিল অব্যাহত। অন্যান্য দিনের তুলনায় কাল অনেক বেশিসংখ্যক আটক করা হয়েছে ১৮-দলীয় জোটের নেতা-কর্মী। বিভিন্ন স্থানে আটক করা হয়েছে বহু সাধারণ মানুষ। ১৮ দলের নেতা-কর্মীদের সঙ্গে যৌথ বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে কোনো কোনো জেলায়। রাজশাহীতে বিপুলসংখ্যক ককটেল ও গানপাউডার উদ্ধার করে যৌথবাহিনী। আটক করা হয়েছে এক ওয়ার্ড কাউন্সিলরকে। চট্টগ্রামে এক পৌর কাউন্সিলরকে আটক করা হয়েছে। সাতক্ষীরায় এক জামায়াত নেতাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সব মিলিয়ে সারা দেশ থেকে আটক করা হয়েছে সহস াধিক। এদিকে দেশের বিভিন্ন জেলার সঙ্গে কালও রাজধানী ঢাকার সড়ক, নৌ ও রেল যোগাযোগ ছিল বন্ধ। কোনো জেলা থেকে যেমন দূরপাল্লার বাস ছেড়ে আসেনি, একইভাবে অন্য জেলার উদ্দেশে ঢাকা ছাড়েনি কোনো যান। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী : মহানগরীর বিনোদপুর এলাকার মণ্ডলের মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৫টি ককটেল ও পাঁচ কেজি গানপাউডার উদ্ধার করেছে যৌথবাহিনী। রবিবার দিবাগত গভীর রাত ৩টার দিকে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। পৃথক অভিযানে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলীসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। সিলেট : বিভাগের চার জেলা থেকে ২৩৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার থেকে গতকাল সকাল পর্যন্ত চার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। এদের মধ্যে সিলেট থেকে ৪০, মৌলভীবাজার থেকে ২৮, সুনামগঞ্জ থেকে ৩০ ও হবিগঞ্জ থেকে ৩৭ জনকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম : সাঁড়াশি অভিযান চালিয়ে পৌর কাউন্সিলরসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত আটক করা হয় এদের। গতকাল সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে, কাজির দেউড়ীতে অভিযান চালিয়ে ছয়জনকে, সীতাকুণ্ড থেকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় জামায়াত নেতা জামশেদ আলমসহ ১১ জনকে, সাতকানিয়া থেকে ১২, লোহাগাড়া থেকে চার এবং বাঁশখালী থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৪৯ জন বিএনপি-জামায়াতের কর্মী।
ব্রাহ্মণবাড়িয়া : সেনাবাহিনীর সদস্যদের মহাসড়কসহ শহরের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। জেলার বিভিন্ন স্থ্থানে আভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে রবিবার রাতে সদর মডেল থানার কয়েক গজ দূরে একদল দুর্বৃত্ত একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণ করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব। নোয়াখালী : বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২১ কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটকদের মধ্যে বিএনপির ১২, জামায়াতের ছয় ও শিবিরের তিনজন কর্মী। কুমিল্লা : বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। তাদের মধ্যে বিএনপির ২২ এবং জামায়াত-শিবিরের ১৭ নেতা-কর্মী রয়েছেন। দিনাজপুর : বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় তাদের। এদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মী রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৬ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। এদিকে কানসাটে শিবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল হক মিঞাকে বাড়িতে না পেয়ে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি করেছে পুলিশ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শিবগঞ্জ থানার ওসি এস এম মিজানুর রহমান। জয়পুরহাট : জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮-দলীয় জোটের ১১ নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে চার, পাঁচবিবি থেকে পাঁচ, আক্কেলপুর থেকে এক ও কালাই থেকে একজনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ : রবিবার সন্ধ্যা থেকে গতকাল ভোর পর্যন্ত ১৮-দলীয় জোটের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজন জামায়াত-শিবির ও তিনজন বিএনপি কর্মী। সাতক্ষীরা : জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত তিন বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। এদের মধ্যে জামায়াত কর্মী মোশাররফ হোসেনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লালমনিরহাট : রবিবার দিবাগত গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৬ জন কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সদর থানার ওসি (তদন্ত) মনসুর আলী জানান, রবিবার সন্ধ্যায় মহেন্দ্রনগর এলাকায় বিএনপি-জামায়াত কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগ করে। এ অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পাটগ্রামে আটক করা হয়েছে তিনজনকে। সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার গয়হাট্টা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মেহেরপুর : সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য ও হিজুলী জামায়াতের ওয়ার্ড আমির আবদুল জব্বারকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল একটি চায়ের দোকান থকে তাকে আটক করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।