আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার রাসায়নিক অস্ত্র বিষয়ে জাতিসংঘে পú

সিরিয়ার রাসায়নিক অস্ত্র সম্পূর্ণ ধ্বংসের প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিতে পাস হয়েছে। তবে প্রস্তাবটি না মানলে সিরিয়ার ওপর শাস্তিমূলক ব্যবস্থার কোনো হুমকি এতে রাখা হয়নি।

শুক্রবার পাস হওয়া এ প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সবাই ভোট দেয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কয়েক সপ্তাহের প্রবল কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে প্রস্তাবটি তৈরি হয়, যার বিষয়ে নিরাপত্তা পরিষদের সব সদস্য একমত হয়। সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এক সমঝোতার ভিত্তিতে প্রস্তাবটি তৈরি করা হয়। ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের প্রান্তীয় এলাকায় বিষাক্ত সারিন গ্যাস হামলা চালানো হয়।

এতে শিশুসহ হাজারখানেক মানুষ নিহত হয়। সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকায় চালানো এ হামলার জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীকে দায়ী করে দেশটিতে হামলা চালানোর প্রস্তুতি নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু দেশে ও দেশের বাইরে বিরোধিতার সম্মুখীন হয়ে সিদ্ধান্ত থেকে পিছু হটে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় হামলা চালানোর জন্য অবিচল ওবামা প্রশাসন হামলার পক্ষে জনমত তৈরির লক্ষ্যে প্রচার ও ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করে। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে প্রেসিডেন্ট বাশারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। এর আগেই আসাদের সঙ্গে সুর মিলিয়ে রাসায়নিক হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছিল রাশিয়া। সিরিয়ায় হামলা চালানোর পরিবর্তে দেশটির রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রস্তাব দেয় রাশিয়া। প্রেসিডেন্ট বাশার রাশিয়ার প্রস্তাবে তাদের সায় আছে বলে জানান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোও প্রস্তাবটি লুফে নেয়। এ নিয়ে চলতি মাসের শুরুতে সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। বিবিসি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.