সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে এক যুবক নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নোয়াখালী, ফরিদপুর, নেত্রকোনা ও দিনাজপুরে সংঘাত মারামারিতে আহত হয়েছেন ৫০ জন। সিরাজগঞ্জ শহরে রানীগ্রাম ও একডালা পুনর্বাসন এলাকার যুবকদের মধ্যে মঙ্গলবার রাতে সংঘর্ষে হাবিব নামে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নোয়াখালীর হাতিয়ায় নবগঠিত বিএনপির পরিচিতি ও পূর্ণাঙ্গ কমিটির সভায় দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় কর্মীরা অফিসের আসবাবপত্র ও ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করে।
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসারদের সামনেই নেত্রকোনা সদর উপজেলার নূরপুর শ্রীধরপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি নিয়োগকৃত শিক্ষকের সঙ্গে আগের শিক্ষকদের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল এ সংঘর্ষে আহত হন ছয়জন। দিনাজপুরের বিরলে বিরোধীয় জমি চাষকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের চারজন আহত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।