আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন ড্রোনের বিরুদ্ধে অভিযান!

এবার ড্রোন হামলার বিরুদ্ধে অভিযানে নেমেছে আল-কায়েদা নেতারা। এর মাধ্যমে তারা শুধু হামলা থেকে বাঁচতে নয় বরং বিমানগুলো ধ্বংস, অকেজো বা ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রকৌশলী সেল তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের এক গোপন গোয়েন্দা নথি উদ্ধৃত করে মঙ্গলবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্টের অনলাইন সংস্করণ। সেখানে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহৃত এ অস্ত্রের প্রযুক্তিগত দুর্বলতা খুঁজে বের করা সম্ভব হবে বলেও ধারণা করা হচ্ছে। এর ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে মার্কিনিরা। প্রতিবেদনে আরও বলা হয়, যদিও আল-কায়েদা ড্রোন ধ্বংস বা নিয়ন্ত্রণ উদ্ভাবনের চেষ্টা করছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারাও ড্রোনবিরোধী প্রচেষ্টারত দলটিকে ধরার খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে।

আল-কায়েদার একটি দল ২০১০ সাল থেকে এই প্রকল্প শুরু করে। এ ছাড়া ওয়াশিংটন পোস্টের ওই বার্তায় জানানো হয়েছে, আল-কায়েদা এ ড্রোন দমন করার প্রকল্প অর্জনে অনেকখানি এগিয়ে গেছে। ড্রোন হামলায় গত এক দশকে অন্তত তিন হাজার লোক নিহত হয়েছে। ড্রোন হামলার কারণে আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়াসহ অন্যান্য অনেক দেশে আল-কায়েদার মাঠ পর্যায়ের কার্যক্রম অনেকখানি কমে এসেছে। আল-কায়েদাকে রীতিমতো কোণঠাসা করেছে ড্রোন। দ্য ওয়াশিংটন পোস্ট।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.