রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সংবলিত 'বেনামি' বিলবোর্ডগুলো সরিয়ে ফেলা হচ্ছে। রবিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিজয় সরণি, পান্থকুঞ্জসহ পাঁচটি জায়গা থেকে বিলবোর্ড নামিয়ে ফেলা হয়। তবে কার নির্দেশে বিলবোর্ডগুলো সরানো হচ্ছে, তা স্পষ্ট করেনি আওয়ামী লীগ। ৩ আগস্ট রাত থেকে রাজধানীর সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এসব বিলবোর্ড টানানো হয়। এর পর বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। গতকাল বিলবোর্ড সরিয়ে ফেলার সময় পথচারীসহ কৌতূহলী জনতা বিলবোর্ড নামানোর দৃশ্য দেখতে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্যও করেন। সরকারের এমন সিদ্ধান্তে অনেকে হাসাহাসিও করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদ বলেন, আমরা খবর পেয়েছি, রাজধানীর বিভিন্ন এলাকার বিলবোর্ড সরিয়ে ফেলা হচ্ছে। আমরা জানতাম, তারা সরাবেন। কারণ অধিকাংশ জায়গায় অবৈধভাবে এসব বিলবোর্ড টানানো হয়েছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।