আমাদের কথা খুঁজে নিন

   

ফলাফল নিয়ে ভাবছে না নেপাল

ক্রিকেট ইতিহাসে এমন ভাগ্যবান দলের সংখ্যা খুবই কম, যারা নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটা দুর্দান্তভাবে জয় করেছে। উদাহরণ হিসেবে নেপালকে টানা যায়। যারা প্রথম আন্তর্জাতিক ম্যাচেই হংকংকে ৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করার গৌরব অর্জন করেছে। নেপালের মতো শিক্ষানবীস দলের জন্য এরচেয়ে বেশি আর কি চাই! টি-২০ বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর নেপালের রাস্তায় রাজকীয় সম্মানে ভূষিত হয়েছিলেন পরশ খারকারা। বিশ্বকাপের মঞ্চে এসে প্রথম ম্যাচে বাজিমাত। নিশ্চয়ই কাঠমান্ডুর রাস্তায় গড়ে উঠছে খারকাদের অভ্যর্থনা মঞ্চ! একটা বৃহৎ জয়ের পর আরেকটা জয় চাইতেই পারতেন নেপালি অধিনায়ক। তবে তিনি বাস্তবতাটাও জানেন। আফগানদের উড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যর্থতার যন্ত্রণাও যে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মহাকাশে পাঠিয়েছেন মুশফিকরা, বিষয়টা নেপালি অধিনায়কেরও জানা। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রাখা বক্তব্যে বিষয়টা স্পষ্টও করলেন পরশ খারকা। 'বাংলাদেশ খুবই ভালো দল। তাদের বিপক্ষে আমরা খেলার সময় ফলাফল নিয়ে মোটেও ভাবছি না। টেস্ট প্লেয়িং দলের সঙ্গে খেলার অভিজ্ঞতাটাই বড় বিষয়।' বাংলাদেশের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই কথাগুলো বললেন খারকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.