আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্দ্যে বাংলাদেশের জিএসপি ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬টি শর্ত পূরণে সরকারের নেওয়া ইতিবাচক সিদ্ধান্ত লালফিতায় বন্দী হয়ে পড়ায় অনিশ্চয়তা দানা বেঁধে উঠছে। সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে এসব শর্ত পূরণে 'বাংলাদেশের প্রাথমিক অবস্থানপত্র' আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের কাছে পাঠাতে হবে। অথচ এ সংক্রান্ত উদ্যোগগুলো এখন বিভিন্ন মন্ত্রণালয়ে লালফিতায় বন্দী হয়ে আছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার বার তাগাদা দেওয়া হলেও উদ্যোগগুলো আমলাতন্ত্রের জাল থেকে বেরিয়ে আসতে পারছে না। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার শর্ত মোতাবেক ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অধিদফতর, প্রধান কলকারখানা পরিদর্শকের কার্যালয় ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিদর্শকের সংখ্যা বাড়াতে হবে। অথচ এ সংক্রান্ত প্রস্তাবগুলো অনুমোদনের জন্য পড়ে আছে জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও গণপূর্ত_ এই তিন মন্ত্রণালয়ে। দুই শ্রমিক নেতার নামের দায়েরকৃত মামলা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি আমলাতান্ত্রিক জটিলতায়। দীর্ঘদিন পরও আমিনুল হত্যাকাণ্ডের তদন্তে কোনো অগ্রগতি নেই। গোয়েন্দা সংস্থার ছাড়পত্রের অভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী একটি শ্রমিক সংস্থার ঘনিষ্ঠ দুটি সংগঠনের পুনর্নিবন্ধন দেওয়া সম্ভব হচ্ছে না। জিএসপি ফেরত পেতে বাণিজ্য মন্ত্রণালয়কেই উদ্যোগী ভূমিকা নিতে হচ্ছে। এ ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা অপরিহার্য হলেও সে ক্ষেত্রে ঘাটতি থাকায় অনিশ্চয়তা দানা বেঁধে উঠছে। স্মর্তব্য, যুক্তরাষ্ট্র জিএসপি ফিরে পেতে বাংলাদেশকে যেসব শর্ত দিয়েছে তার কোনোটিই বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে এককভাবে পূরণ করা সম্ভব নয়। এ ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয়কে তাগিদ দিলেও তাদের দিক থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশকে জিএসপি ফেরত দেওয়ার ব্যাপারে যে শুনানি হবে তাতে জবাবদিহিতার মুখে পড়তে হবে। বাংলাদেশকে জিএসপি ফেরত দেওয়া না দেওয়ার সঙ্গে আর্থিক লাভ লোকসানের সম্পর্ক কম হলেও এটি দেশের ভাবমূর্তির সঙ্গে সম্পর্কিত। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশের গ্রহণযোগ্যতা পরিমাপের ক্ষেত্রে এটি একটি বড় ধরনের ইস্যু
বলে বিবেচিত হবে। এ দৃষ্টিকোণ থেকে জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে কোনো হেলাফেলা কিংবা সময় ক্ষেপণ কাম্য হওয়া উচিত নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।