ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের সেরা ক্রিকেটাররা খেলতে পারছেন না আজ। এমন পরিস্থিতিতে উজ্জীবিত হওয়ার কথা আফগানিস্তানের। কিন্তু কাল সংবাদ সম্মেলনে আফগান তারকা হামিদকে কিছুটা বিমর্ষই মনে হলো। জয়ের চিন্তা করছেন না তিনি। আফগানিস্তানের টার্গেট সম্পর্কে জানতে চাইলে হামিদ হাসান বলেন, 'আমাদের লক্ষ্য একটাই- ভালো খেলা। ওদের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে। তবে এটা কোনো বিষয় নয়। কেননা খেলায় ইনজুরি থাকবেই। তবে আমরা প্রতিপক্ষের কথা না ভেবে নিজেদের সেরা খেলাটাই দেখাতে চাই।' আফগানিস্তানের ৪-৫ জন ক্রিকেটার বাংলাদেশের ঘরোয়া লিগে খেলেছে। এখানকার কন্ডিশন তাদের পরিচিত। আর এটা খুব ভালো একটা সুযোগ বলে মনে করেন হামিদ। তিনি বলেন, 'এটা অবশ্যই ভালো খবর, আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার এখানে খেলেছে। এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা আছে। অবশ্য শুধু এখানেই নয়, ওরা আইপিএল বিগ ব্যাশেও খেলেছে। তাই আশা করছি এই ম্যাচেও আমরা ভালো করব।' শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভালো বোলিং করার পরও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়। এই ম্যাচে ভালো করার কথা বললেন হামিদ হাসান। তবে তারকা ক্রিকেটাররা না থাকার পরেও যেন বাংলাদেশকেই খানিকটা এগিয়ে রাখলেন। হামিদ বলেন, 'বাংলাদেশ ভালো দল। তা ছাড়া এশিয়া কাপে সব দলই শক্তিশালী। আমাদের লক্ষ্য থাকবে যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে খেলা।' এবারই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে আফগানিস্তান। চার চারটি টেস্ট খেলুড়ে দলের বিরুদ্ধে কোনো টুর্নামেন্ট খেলতে পেরে অভিজ্ঞতার ঝুলিটাও অনেক বাড়বে বলে মনে করেন হামিদ। তিনি বলেন, 'এটা দারুণ ব্যাপার। আমরা ছাড়া বাকি চার দেশই টেস্ট খেলে। এখানে ভালো করতে পারলে অনেক ভালো লাগবে।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।