এরা হলেন- গোলাম আযম (২২) ও মো. আক্তারুজ্জামান (২৩)।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শিলু রায় তাদের তাৎক্ষণিক এই শাস্তি দেন।
বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান, ছাত্র শিবিরের নেতাকর্মীরা সকাল ৮টার দিকে আরমানিটোলা এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে পুলিশের দিকে ঢিল ছোড়ে এবং গাড়ি ভাংচুরের চেষ্টা করে।
পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ওই দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেয়।
হাই কোর্ট এক রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করায় মঙ্গলবার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার এই হরতাল করছে দলটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।