বুধবার আওয়ামী লীগের দপ্তরের দায়িত্বে থাকা আবদুস সোবহান গোলাপের স্বাক্ষর করা এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে ঢাকার ১৩জন সংসদ সদস্যের সঙ্গে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবুল হোসেন বাবলার নামও রয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া নির্বাচন প্রতিহত করতে ২৯ ডিসেম্বর ‘ঢাকা চলো’ কর্মসূচির ঘোষণা দেন।
ফাইল ছবি বিবৃতিতে বলা হয়েছে, “আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী জঙ্গিদের লেলিয়ে দিয়ে বোমা, ককটেল, পেট্রোল বোমা হামলা, গুলি বর্ষণ, অগ্নিসংযোগ ইত্যাদির মাধ্যমে নাশকতা করে অসংখ্য নারী, পুরুষ, শিশু হত্যা করে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।”
ফাইল ছবি
“উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা, উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে চিহ্নিত, বোমাবাজ, জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী রাজধানী ঢাকার বিভিন্ন হোটেল, মেস, বস্তি এবং আত্মীয় পরিচয়ে বিভিন্ন বাসা-বাড়িতে অবস্থান নিয়েছে।”
“এই সকল গণবিরোধী সন্ত্রাসী, জঙ্গি গোষ্ঠী যে কোন সময় রাজধানী ঢাকার আইন-শৃঙ্খলা নস্যাৎ করে এক অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।”
‘চিহ্নিত’ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ওয়ারর্কার্স পার্টির সভাপতি ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেনন, ঢাকা-১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবীর নানক, ৭ আসনের মোস্তফা জালাল মহিউদ্দিন, ৯ আসনের সাবের হোসেন চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ১৫ আসনের কামাল আহমেদ মজুমদার, ১০ আসনের এ. কে. এম রহমত উল্লাহ, ৫ আসনের হাবিবুর রহমান মোল্লা ১৪ আসনের আসলামুল হক, ১৬ আসনের ইলিয়াস উদ্দিন মোল্লা, ১১ আসনের আসাদুজ্জামান খান কামাল, ১২ আসনের শেখ ফজলে নূর তাপস এবং ৩ আসনের সানজিদা খানম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।