আমাদের কথা খুঁজে নিন

   

নাশকতা: চট্টগ্রামের পথে ট্রেন বন্ধ

কুমিল্লা রেলওয়ের স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার শফিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন বুধবার রাত দেড়টায় দিকে অশোকতলা লেভেল ক্রসিং এলাকায় পৌঁছানোর পর ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

ফলে তাৎক্ষণিকভাবে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
চালক জালাল আহমদ জানান, কুমিল্লা স্টেশনে থামার কথা ছিল বলে প্রায় এক কিলোমিটার আগে আশোকতলার কাছাকাছি এসে ট্রেনের গতি কমিয়ে এনেছিলেন। তা না হলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান, লাকসাম ও আখাওড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ভোরে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

মেরামত হয়ে গেলেই আবার ট্রেন চলাচল শুরু হবে বলে জানান তিনি।    
লইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল লাকসাম এবং তূর্ণানিশিথা ফেনী স্টেশনে আটকে আছে।
গত মঙ্গলবার থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এই অবরোধের মধ্যে সারা দেশে রেলপথ লক্ষ্য করে ব্যাপক নাশকতা চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে লাইন উপড়ে ফেলায় এবং ফিসপ্লেট খুলে ফেলায় দুর্ঘটনায় পড়েছে বেশ কয়েকটি ট্রেন।
কয়েকটি ট্রেনে হামলা চালিয়ে আগুনও দিয়েছে অবরোধকারীরা।

   

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.