ইসির জ্যেষ্ঠ সচিব ফরহাদ হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মাঠ পর্যায় থেকে তাদের কাছে এ তথ্য এসেছে।
তিনি বলেন, “স্কুলে আগুন ও ব্যালট পেপার পুড়িয়ে দেয়ার মতো ঘটনায় যেসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে তার তথ্য আমরা রিটার্নিং অফিসারদের কাছ থেকে সংগ্রহ করছি। এ পর্যন্ত ৩০টির ওপরে কেন্দ্রের খবর পেয়েছি। ”
এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের তিনটি [৭০, ৭১, ৭৪ নম্বর কেন্দ্র], দিনাজপুর-৪ আসনের ১৪টি কেন্দ্র [৩৩, ১৪, ৩৫, ৩৬, ১৯, ২০, ২১, ৩৮, ৪৪, ৪৫, ৩৭, ৪৯, ৫৬ ও ৫৪], দিনাজপুর-৫ আসনের একটি [৪৯], নীলফামারী-৩ আসনের একটি [১৫], গাইবান্ধা-৩ আসনের ৯টি [১৯, ৩৩, ৪০, ৪২, ৬২, ৬৪, ৬৫ ও ৬৭], হবিগঞ্জ-২ আসনের একটি [৯], লক্ষ্মীপুর-১ আসনের তিনটি [২৪, ৬৬, ৭৫] ও চট্টগ্রাম-১৫ আসনের দুটি [৪৬ ও ৪৮] কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের ৮৪ নম্বর কেন্দ্রের সহাকারী প্রিজাইডিং অফিসার শনিবার নিহত হয়েছেন।
এই নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যায়িত করে গত ১ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। ভোট ঠেকাতে অবরোধের সঙ্গে শনিবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধও শুরু করেছে তারা।
এই অবরোধ-হরতালের মধ্যে গত শুক্রবার থেকে শতাধিক কেন্দ্রে অগ্নিসংযোগ হয়েছে; পোড়ানো হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।
এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে ভোটকেন্দ্রের ব্যভস্থাপনায় পরিবর্তন আনা হতে পারে বলে শনিবারই জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার রেকর্ডে এবার ভোট হচ্ছে কেবল ১৪৭ আসনে। এসব আসনের মোট ৩৭ হাজার ৭০৭টি ভোটকেন্দ্রের ১ লাখ ৮৯ হাজার ৭৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ করার কথা ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।