কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগে গত ১৯ মার্চ র্যাগ ডে ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন বিভাগটির আয়োজনে ব্যবসায় অনুষদ ভবনের পিছনে দিনব্যাপী এসব অনুষ্ঠান হয়। ১৯ মার্চ সকাল ১১টার দিকে ব্যবস্থাপনা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শামিমা শ্যামা ও গাফফার খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. মাহবুবুল আরফিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মহব্বত হোসেন, সহযোগী অধ্যাপক মুর্শিদ আলম, সহযোগী অধ্যাপক ধনঞ্জয় কুমার, সহযোগী অধ্যাপক কে এম শনফুদ্দিন, সহযোগী অধ্যাপক এম.এম. নাসিমুজ্জামানসহ বিভাগের শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে 'কারেন্ট ঘটোক' নামের একটি নাটিকা উপস্থাপন করে শিক্ষার্থীরা। এছাড়া অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদেরকে উৎসর্গ করে বিভাগীয় সহযোগী অধ্যাপক মুর্শিদ আলমের একটি গানের তালে নৃত্য প্রদর্শন করেন সহযোগী অধ্যাপক ধনঞ্জয় কুমার ও সহযোগী অধ্যাপক এম. এম. নাসিমুজ্জামান। অনুষ্ঠানে নেচে গেয়ে বিভাগের ১৪তম ব্যাচকে বিদায় ও ২১তম ব্যাচকে বরণ করে নেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।