আমাদের কথা খুঁজে নিন

   

'ডিগ্রি কীভাবে নিয়ে যাও দেখে নেব'

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাদাত উল্লা এক সাংবাদিককে হুমকি দিয়ে বলেছেন, 'এ বিশ্ববিদ্যালয়ে তুমি থাকবে, না হয় আমি থাকব। তুমি কীভাবে এখান থেকে ডিগ্রি নিয়ে যাও তা আমি দেখে নেব।' গতকাল দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রফিকুল ইসলাম রবিসহ দুই সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের এক অনিয়মের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি এর উত্তর না দিয়ে এ হুমকি দেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বাড়ানো এবং শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়ে জানতে গতকাল উপাচার্যের অফিসে যান দৈনিক ইত্তেফাক এবং সমকালের দুই প্রতিনিধি।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিত কণ্ঠে বলেন, আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা কীভাবে সরকারি চাকরি পাও তা আমি দেখে নেব। এর জন্য যা কিছু করা দরকার সবই আমি করে যাব।

পরে দুজন হুমকির বিষয়টি সাংবাদিক সমিতির সদস্যদের জানায়। সমিতির সভাপতি মীর তাওহীদ-উল-ইসলামসহ অন্যরা এ ব্যাপারে উপাচার্যের কাছে জানতে গেলে তিনি আরও ক্ষুব্ধ হন। এ সময় সাংবাদিকদের সামনে তিনি ইত্তেফাকের ওই সাংবাদিককে বলেন, তুমি কীভাবে এই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে যাও তা আমি দেখে নেব। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার ডিগ্রি আটকানোর সব ব্যবস্থা আমি করব। এ সময় অন্য সাংবাদিকদের হুমকি দিয়ে তিনি বলেন, তোমরা কীভাবে সরকারি চাকরি পাও তাও আমি দেখে নেব। উল্লেখ্য, এর আগেও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে উপাচার্যের বক্তব্য নিতে গেলে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.