আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে দুজনসহ বিভিন্ন স্থানে ৯ খুন

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রকে গলাকেটে ও চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। যশোরে বন্ধুর হাতে কাঠমিস্ত্রী ও কুমিল্লায় গণপিটুনিতে স্কুলছাত্র ও ভোলায় কুপিয়ে হত্যা গার্মেন্ট কর্মীকে। এছাড়া গাজীপুর, মাদারীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জ থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ : কাজিপুর উপজেলার পাঁচগাছিতে মাদ্রাসাছাত্র সাকিলকে গলাকেটে এবং সদর উপজেলার রেলওয়ে কলোনিতে চা বিক্রেতা মহির উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার জমিতে পানি দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাকিল। রাত ৯টার দিকে ভুট্টা ক্ষেতে তার জবাই করা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। অন্যদিকে সদর থানার এসআই জানান, একই রাতে রেলওয়ে কলোনি মাদ্রাসার সামনে মহিরকে বুকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। যশোর : শহরের টিবি ক্লিনিক পাড়ায় রবিবার রাতে কাঠমিস্ত্রী হোসেন বাবুকে বন্ধুরা ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বাবু একই পাড়ার মকবুল হোসেনের ছেলে। কুমিল্লা : মহানগরীর হাউজিং এলাকায় ছিনতাইকারীদের পিটুনিতে স্কুলছাত্র ইমতিয়াজ উদ্দিন নিহত হয়েছে। ইমতিয়াজ নগরীর নুরপুর এলাকার কাজী খোকন মিয়ার ছেলে ও হাউজিং স্কুলের এ বছর এসএসসি পরীক্ষার্থী। গাজীপুর : মহানগরীর বাইমাইল থেকে গতকাল পোশাক শ্রমিক মোহসীনা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহসেনা কোনাবাড়ি শিল্প নগরীর তমিজ উদ্দিন টেঙ্টাইল মিলে সহকারী অপারেটর পদে চাকরি করতেন। মাদারীপুর : সদর উপজেলার বিসিক সংলগ্ন এলাকার কুমার নদী থেকে গতকাল বাদল বেপারি নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বাদল উপজেলার পূর্বরাস্তি এলাকার আলফাতুন বেপারির ছেলে। চাঁপাইনবাবগঞ্জ : মহানন্দা নদী থেকে গতকাল অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল প্যান্ট-শার্ট। কেরানীগঞ্জ : পানগাঁও পোর্ট কন্টেইনার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও কালো রংয়ের গেঞ্জি। ভোলা : ভোলার লালমোহন উপজেলায় রবিবার রাতে গার্মেন্ট কর্মী জোসনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ইউসুফকে আটক করেছে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.