আমাদের কথা খুঁজে নিন

   

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মে

নানান বর্ণের প্রজাপতির মেলা বসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গতকাল 'উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি' স্লোগানকে ধারণ করে প্রজাপতিপ্রেমীদের উপস্থিতিতে ক্যাম্পাসে সকালে প্রজাপতি অবমুক্তকরণ ও রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দিনব্যাপী এই প্রজাপতি মেলা উপলক্ষে গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো প্রজাপতিপ্রেমী, দর্শনার্থীরা ক্যাম্পাসে ছুটে আসেন। বেলা সাড়ে ১১টায় মেলা উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন বলেন, প্রকৃতি ও জীবনের বর্ণিল অনুষঙ্গের নাম প্রজাপতি। প্রজাপতি শুধু নিজেই সুন্দর নয়, সে মানুষের মনকে উদ্বেলিত করে, আনন্দ জোগায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'প্রকৃতি ও জীবন' ফাউন্ডেশনের পরিচালক মুকিব মজুমদার বাবু, উপ-উপাচার্য (প্রশাসন) ড. আফসার আহমদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মনোয়ার হোসেন। এদিকে গতকাল মেলাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে বর্ণিল রূপে সাজানো হয়।

মেলার ভেন্যু ছিল জহির রায়হান মিলনায়তন, শহীদ মিনার চত্বর এবং বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন এলাকা। মেলায় শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী এ মেলায় শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি অাঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতি আদলের ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।

মেলা দেখতে আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জাবির সাবেক শিক্ষার্থী সাইদুল ইসলাম সাঈদ বলেন, 'প্রিয় এ ক্যাম্পাসে ব্যতিক্রমী এ মেলা দেখতে এসে খুবই ভালো লাগছে। এমন ব্যতিক্রমী আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের বারবার টেনে আনবে এ সবুজ ক্যাম্পাসে।'

আয়োজকরা জানান, এ পর্যন্ত বাংলাদেশে প্রজাপতির প্রায় ৩০০টি প্রজাপতি শনাক্ত করা হয়েছে। যার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস প্রায় ১১৫ প্রজাতির। প্রজাপতির বংশবৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনে তৈরি করেছে 'প্রজাপতি ঘর'। এ প্রজাপতি ঘরে কৃত্রিমভাবে প্রজাপতি প্রজনন ঘটিয়ে ক্যাম্পাসে অবমুক্ত করা হয়। ২০০৪ সালে গবেষণা করে নতুন ৩৬ প্রজাতির প্রজাপতি শনাক্ত করা হয়। ২০১১ সালে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন আবিষ্কার করেছিলেন নতুন চারটি প্রজাতি যেগুলো এর আগে বাংলাদেশে দেখা যায়নি।

অধ্যাপক মনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রজাপতির নতুন নতুন প্রজাতির সন্ধান মিললেও দেশে প্রজাপতির সংখ্যা দিন দিন কমছে। বনভূমি কমে যাওয়ায় প্রকৃতির এ অলঙ্কারটির অস্তিত্ব এখন হুমকির মুখে। তাই পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে প্রজাপতিকে রক্ষার জন্য আমাদের সবার এগিয়ে আসা উচিত। তিনি জানান, এবারের আয়োজন চতুর্থবারের মতো। আর এটা দক্ষিণ এশিয়ার একমাত্র এ প্রজাপতি মেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.