আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ায় সেঙ্স্টি ও বর্ণবাদীদের জায়গ

অস্ট্রেলিয়ায় আসন্ন নির্বাচনের প্রার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় বিরোধীদলীয় প্রার্থী টনি অ্যাবোটের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী কেভিন রাড। অ্যাবোটের সমালোচনা করে গতকাল রাড বলেন, অস্ট্রেলিয়ায় সেঙ্স্টি, বর্ণবাদী কিংবা সমকামীদের জায়গা হবে না। এর আগে, টনি অ্যাবোট গত মঙ্গলবার সিডনিতে নির্বাচনে প্রার্থী ফিউনা স্কট ও তার পূর্বসূরিকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, তারা তরুণ। তারা অনেক প্রফুল্ল। আমি মনে করি তাদের কিছুটা যৌন আবেদনও আছে। ফিউনা তার নির্বাচনী এলাকায় খুব জনপ্রিয় বলেও জানান তিনি। নির্বাচনে ফিউনা লিবারেল পার্টির হয়ে লড়বেন। আসন্ন ৭ সেপ্টেম্বরের নির্বাচনে রাডের প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাবোট। জনমত জরিপ বলছে, ওই নির্বাচনে লেবার পার্টির পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে। জরিপে দেখা গেছে, অ্যাবোটের নেতৃত্বাধীন লিবারেল-ন্যাশনাল জোট ক্ষমতাসীন লেবার পার্টির চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছে। এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.