আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুতের সিস্টেম লস

ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার বিড়ম্বনা ভোগ করছে দেশের বিদ্যুৎ বিভাগ। বিগত মহাজোট সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮৮ শতাংশ বাড়লেও সঞ্চালন লাইন ও বিতরণ লাইন বেড়েছে মাত্র ১৭ ও ১১ শতাংশ। উৎপাদন বাড়ার পাশাপাশি ওই দুই ক্ষেত্রে উন্নতি না হওয়ায় সিস্টেম লসের পরিমাণ বেশি হচ্ছে। বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়েও ভর্তুকি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে অবিশ্বাস্য ধরনের সাফল্য দেখালেও তার সুফল আশা অনুযায়ী পেঁৗছাচ্ছে না সাধারণ মানুষের কাছে। বিদ্যুতের সিস্টেম লস ২০১৫ সালের মধ্যে এক অঙ্কে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছিল সরকার। এ লক্ষ্যে চলতি অর্থবছরে পাঁচটি বিতরণ কোম্পানির সিস্টেম লসের হার ১১ দশমিক ৪৫ শতাংশের মধ্যে বেঁধে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়। বছরের প্রথম ৭ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে সিস্টেম লস বেড়েছে শূন্য দশমিক ১১ শতাংশ। উৎপাদনের তুলনায় বিতরণ ও সঞ্চালন লাইন নির্মাণ ও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় সিস্টেম লস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। আমাদের দেশে বিদ্যুতের যে সিস্টেম লস হয় তার প্রধান কারণ বিদ্যুৎ চুরির ঘটনা। দেশে যখন বিদ্যুৎ উৎপাদন বর্তমানের তুলনায় ১০-১৫ ভাগের এক ভাগ ছিল এবং সঞ্চালন ও বিতরণ লাইনের মধ্যে মোটামুটি সামঞ্জস্য ছিল তখনও সিস্টেম লসের হার ছিল বর্তমানের চেয়েও অনেক অনেক বেশি। ঢালাওভাবে বিদ্যুৎ চুরির কারণেই সিস্টেম লস আকাশছোঁয়া রূপ ধারণ করেছিল। গত কয়েক বছরের চেষ্টায় সিস্টেম লস কমিয়ে আনা সম্ভব হলেও চুরি বন্ধে খুব একটা সাফল্য অর্জিত হয়নি। 'সিস্টেম লসের হার এক অঙ্কে নামিয়ে আনা সম্ভব হলে বিদ্যুৎ খাতে ভর্তুকি নিয়ন্ত্রণে থাকবে। লক্ষণীয়, রাজধানী ও সংলগ্ন এলাকায় সিস্টেম লসের পরিমাণ অন্য এলাকার চেয়ে প্রায় অর্ধেক। ডেসকোর সিস্টেম লস ৮ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ দশমিক ৯৮ শতাংশ। চুরি বন্ধ হলে তা আরও কমিয়ে আনা সম্ভব হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১৩ শতাংশের বিপরীতে ১৩ দশমিক ১৯ শতাংশ, ওয়েস্ট জোনে ১১ শতাংশের বিপরীতে ১১ দশমিক ২৫ শতাংশ সিস্টেম লস হচ্ছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ৯ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে সিস্টেম লস ৮ দশমিক ৬৬ শতাংশে কমিয়ে আনার কৃতিত্ব দেখিয়েছে। আমাদের মতে, যেসব কারণে সিস্টেম লস হচ্ছে তার প্রতিকারে দ্রুত উদ্যোগ নিতে হবে। বিদ্যুৎ চুরি বন্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ। চৌর্যবৃত্তির সঙ্গে যারা জড়িত তাদের উচিত সাজা নিশ্চিত করতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.