আমরা এক মহান জাতির উত্তরসূরি। যোগ্যতা ও মেধাকে বিকশিত করে বিশ্বের সেরা জাতিতে রূপান্তরিত হবো। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সৃষ্টির কল্যাণে বিশ্বকে নেতৃত্ব দেবো। জামাত শিবির আজকে তাণ্ডব চালিয়ে প্রমাণ করে দিল তাদের নিষিদ্ধ করা কতটা জরুরী দরকার । বায়তুল মোকাররমে সাংবাদিকদের উপর হামলা করল তারা।
এদের কাছে জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের কোন সম্মান নাই। পুলিশ পেটানো তাদের কাছে ডাল ভাত। শহীদ মিনার ভাঙ্গা, পতাকা ছিঁড়ে ফেলা বাদই দিলাম.. বায়তুল মোকাররম এর টাইলস ভেঙ্গে, কার্পেট পুড়িয়ে ফেলা কোন ইমানদার এর পক্ষে সম্ভব?
আল্লাহ বানিয়েছেন ইসলাম আর শয়তান বানিয়েছে জামাত ইসলাম । মহান আল্লাহ জামাত শিবির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন । দেশ বিদেশ সর্বত্র জামাত শিবিরের অবস্থা কেরোসিন ।
শাহবাগের আন্দোলন বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে ।
১৯৫২ এর ২১ ফেব্রুয়ারি ইতিহাস রচিত হয়েছিল। ২১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, বেলা ৩:০০ টায় শাহবাগ প্রজন্ম চত্বরের মহাসমাবেশ হয়েছে।
আর কতকাল স্বাধীন দেশে পবিত্র শহীদ মিনার ভাংচুর হবে??এসব হবার জন্যই কি গতকাল প্রজন্ম চত্বর ছেড়ে দেওয়া হয়েছিলো?ওদের উদ্দেশ্য ছিল জুমার নামাজ পড়া নয়, আসল উদ্দেশ্য ছিল সহিংস তৎপরতা চালানোর জন্য সমবেত হওয়া। নরপিচাশগুলা বৃষ্টির মত ইট,ককটেল মারতেছিল।
জামাত শিবিরের অনেক বাড় বাড়ছে । পিপিলীকার পাখা গজায়- মরিবার তরে। সাবধান!!! আগামী তিন দিন খুব সাবধান থাকতে হবে । রাষ্ট্রবিরোধী চক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক করে তুলতে আত্মঘাতী হামলাসহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। রাজাকার সাকা চৌধুরীর মামলার সাক্ষী ওয়াহিদুল আলম সন্ত্রাসীদের হামলায় নিহত।
আগামীকাল জামাত শিবির কুরান পুড়িয়ে শাহবাগের যোদ্ধাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দিতে পারে । যেই পতাকার জন্য প্রাণ দিয়েছে ত্রিশ লক্ষ শহীদ, সেই পতাকা জালিয়ে দিয়েছে- জামাত শিবির । রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। আমার আর ভালো লাগে না । নিজের জন্ম ভূমিতে শান্তিতে থাকতে পারছি না ।
রাস্তায় বের হলেই- এখন খুব ভয় করে । হয়তো আমাকেও মেরে ফেলবে । আমার লাশ পড়ে থাকবে রাস্তায় । কারো'ই কিছু হবে না- আমার মা কাঁদবে । এই জামাত শিবির কবে দেশ থেকে নিরমুল হবে ? আমি আমার বাংলাদেশে সুন্দর ভাবে বাঁচতে চাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।