আমাদের কথা খুঁজে নিন

   

রূপগঞ্জে সেনাবাহিনীর জমি কেনার প্রক্রিয়া ভুল ছিল: কেএম শফিউল্লাহ



সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি মেজর জেনারেল (অব কেএম শফিউল্লাহ বলেছেন, রূপগঞ্জে সেনাবাহিনীর আবাসন প্রকল্পের নামে জমি কেনার ক্ষেত্রে কিছু ভুল ছিল। প্রকল্পের ওয়েবসাইটে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের ২৪টি মৌজার পুরো জমির নকশা প্রদর্শন ও রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জমি কেনা-বেচার রেজিস্ট্রি বন্ধ করে দেয়া ঠিক হয়নি। সম্প্রতি রূপগঞ্জের ঘটনায় নিহত মোস্তফা জামাল হায়দারের কুলখানি অনুষ্ঠান শেষে বুধবার সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীও একই মন্তব্য করেন। কুলখানি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, রপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন রানু, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোরকান শিকদার প্রমুখ।

ঘটনার ৪ দিন পর সাংসদ গোলাম দস্তগীর গাজী বিপুল সংখ্যক পুলিশ প্রহরায় এলাকায় যান। কেএম শফিউল্লাহ আরো বলেন, সাধারণত কোন জায়গায় সেনাক্যাম্প স্থাপন করতে হলে স্থানীয় প্রশাসনকে অবহিত করার বিধান রয়েছে। সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, তাদেরকে অবগত না করেই সেনাক্যাম্প স্থাপন করা হয়। রূপগঞ্জে গ্রেফতার আতঙ্কে লোকজন এলাকা ছাড়া এ তথ্য অবহিত করা হলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, নিরীহ কোন লোককে হয়রানি করা হবে না। স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, সাধারণ মানুষের কোন দোষ ছিল না।

তাদের হাতে যারা লাঠি তুলে দিয়েছে তারাই অপরাধী। তিনি ঘটনার জন্য বিএনপি ও হাউজিং কোম্পানিগুলোকে দায়ি করে বলেন, বিশেষ একটি মহল তাদের হাতে লাঠি তুলে দিয়েছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে । উল্লেখ্য, গত শনিবার রূপগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় ১৮ জন গুলিবিদ্ধ হয়। আহত হয় আরো শতাধিক।

নিখোঁজ রয়েছে ৩ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ এক জনের মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ ও র‌্যাব বাদি হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করে। মামলা ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়। নিখোঁজ পরিবারের পক্ষ থেকে তিনটি পৃথক জিডি করা হয়েছে।

খবর : শীর্ষ নিউজ ডটকম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.