ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
**********************************************************************
*
*
**প্রিয় শিরি** .....
* বর্ণমালার সূচনায় তোমাকে জানাই নন্দন কাননের প্রস্ফুটিত স্বপ্নীল ক্যাকটাসের শুভেচ্ছা । লাক্সের মত লাবণ্যময় আর ক্লোজ আপ এর মত তোমার মিস্টি হাসি মনে পড়তেই আজাদ প্রোডাক্টসের খোসে পড়া ইকোনো-ডি-এক্স কলমের দ্বারা হার্টস এর ডায়েরির একটি পাতার বুকে আচড় কেটে দিলাম ।
আশা করি তুমি লাইফবয়ের মত সুস্বাস্থ্য আর ডেটলের মত জীবাণুমুক্ত হৃদয় নিয়ে সুখেই আছো .। কিন্তু তুমি কি জানো,,, ব্রিটল বিস্কুটের মত তোমার কথা ভাবতে ভাবতেই আমার যে যায় বেলা..।
ভালবাসার অনুভুতি যখন অন্তরে জেগে ওঠে তখন জীবনানন্দের বই নিয়ে বসুন্ধরার নিরিবিলি পরিবেশে পড়তে বসি ঠিক তখনই হিমেল বাতাসে কাশ ফুলের নরম ছোঁয়াই ঠান্ডা কনকনে ইগলু আইসক্রিমের মত তোমার মুখখানা ভেসে ওঠে হৃদয়ের ক্যানভাসে ।
তুমি আমার হৃদয়ে সারাক্ষণ মেরিল বেবি লোশনের মত কোমল আর ইনোসেন্ট এবং বি.আর.বি কেবলসের সংস্পর্শে ফিলিপস বাতির মত উজ্জল আলো ছড়াচ্ছো ।
তবে সত্যি করে বলতো,, তুমি কি মধুমতি আয়োডিন লবন এর মত লবনাক্ত ,, নাকি হরলিক্স বিস্কুট আর এক কাপ লিপটন তাজা চায়ের মত সুস্বাদু ???
তবে যাই হোক তুমি কিন্তু ঠিক সানসিল্ক শ্যাম্পুর ভেতর লুকানো একের ভেতর সাত রকমের ছোয়া ।
বেশি লিখলে হয়তো রূপনগর নাটকের হেলাল খানের মত বলেই ফেলবে
*" ছিঃ তুমি এত খারাপ "*
তাই আজ আর বেশি কিছু লিখলাম না ,,,,,,
পত্রের শেষে কামনা করি তোমার জীবন ডোভ সাবানের মত মসৃণ হোক ..
**ইতি তোমার **
*প্রেম ভিখারি**
** ফরহাদ **
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।