আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষমান



বানের জলের মত শব্দের মিছিল - একটু খানি আলো দেখার অভিপ্রায়ে' মস্তিষ্কের অন্ধকার প্রকোষ্ঠে; জট পাকিয়ে, শেকল ভাঙ্গে! দলছুট শব্দরা- নিজের মত বেড়িয়ে আসে, একেকটা বাক্য হয়ে। কিছুই করার থাকে না' সিকৃতি দেয়া ছাড়া। এর পর একটু স্বস্তি। তারপর আবার' বারংবার! একঘেয়ে.... না বরঞ্চ যখন' অভিমানি শব্দরা লুকিয়ে থাকে- নিউরনে নিউরনে' আধারকে বুকে ধারণ করে, তখনকার অবস্থা আরো ভয়ানক। যা হয় হতে দেয়াটাই বাঞ্চনীয়। আর কিছু মানিব্যাগের ভাঁজে, সেলফে, ড্রয়ারে, নয়ত কম্পিউটার বা মোবাইলে অপেক্ষমান। মানসম্মত কি না সেটা সমালোচকের দুয়ার। সেখানে কবি নির্বাক। যেটা যতবেশি সমালোচনার কাঁচিতে ক্ষতবিক্ষত' সেটাই পাঠকের কাছে আগে পৌছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.