মানবতার জয় হোক!! মানবজীবন হলো অপেক্ষার জীবন।
--হুমায়ূন আহমেদ।
(ফাউন্টেন পেন)
আমি বলি মানবজীবন শুধুই অপেক্ষার
জীবন নয়,ব্যাপক প্রতীক্ষায় ও
পরিপূর্ণ। সেই প্রতীক্ষার পরিমাণ
অপেক্ষার চেয়ে কম হলেও ,বড়ই ব্যাকুল
সেই প্রতীক্ষা!!
এই যেমন : জ্যোসনা,বৃষ্টিবিলাস
কিংবা বাদল দিনের প্রথম কদম ফুলের
জন্য প্রতীক্ষা করতে হয়
না,এগুলো কেবল অপেক্ষার ব্যাপার
মাত্র।
কিন্তু জ্যোসনাস্নাত
রাত্রে চিরবিদায়,প্রিয়জ নের হাত
ধরে বৃষ্টিবিলাস কিংবা বাদল
দিনে প্রথম-দ্বিতীয়-তৃতীয় কদম ফুল
প্রদানকারীর জন্য
রীতিমতো প্রতীক্ষা করতে হয়।
বড় করুণ
সে প্রতীক্ষা।
প্রকৃতি সম্ভবত মানুষের
প্রতীক্ষা নির্ধারণ করে দিয়েছে,আর সেই
প্রতীক্ষার অবসান তার নিজের
হাতে রেখে দিয়েছে। কেউ কেউ
প্রতীক্ষা করা মাত্রই তা পেয়ে যায়,আর
কারো হয়তো বা প্রতীক্ষার প্রহর
গুণতে গুণতেই জীবনাবসান ঘটে।
প্রকৃতি চাইলেই তা পূরণ করতে পারে।
কিন্তু সে তা করবে না।
কখনোই না।
প্রকৃতি বড়ই রহস্যময়। একই
সাথে কিছুটা নির্মম......।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।