রূদ্ধ সম্ভাবনার অসম্ভবে অবিরত কর্ষণে উচ্ছল পংক্তিমালা কান্ত হয়নি কখনও
সবুজ সমতলে কুশলী শ্লোগান
সেবা বিপনন বাণিজ্য
উন্নয়নের চাদর জড়িয়ে
লোভাতুর সারমেয়।
বিস্তৃত সুফলার ঝোপে
অসংখ্য দুর্বিনীত বিজয়ের ইতিহাস,
আত্মবিশ্বাসের সুখ
শান্তির ঘুম এনে দেয়।
সোনার নরুণ, রুপার হাঁসুলী
বাংলাদেশের গা থেকে নামিয়ে
পরিয়ে দিয়েছে ওরা ঋনের লাগাম;
নখরের আড়লে একুশ শতকের পলাশী।
সেবাশ্রম! নিশ্ছিদ্র ঘিরে থাকে
পেশাদার সন্ত্রাসী।
কেবলই ষড়যন্ত্র লোলুপ দৃষ্টি
কেবলই আশংকার এই যন্ত্রণা
আর চায় না বাংলার নিরীহ মাটি
ঈমান আর ইনসাফের আলোর জন্য
অপেক্ষমান... অপেক্ষমান
সবুজে মঞ্জরিত নিপাট ব-দ্বীপ।
অশান্তির বুকে শান্তির চাষবাসের জন্য
যার সন্তানেরা ছড়িয়ে পড়ে
জনপদ থেকে জনপদে।
আর প্রার্থনায় মশগুল বয়োবৃদ্ধরা
আংগুলে গোণে-ইয়া সালামু, ইয়া সালামু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।