জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।
একটি চিঠি লিখো
আমার জন্য
একান্ত আমার ঠিকানায়,
আগে যেভাবে লিখতে
আগে যে ঠিকানায় লিখতে
ঠিক সেভাবে, সে ঠিকানায়
একটি চিঠি।
সবুজ কালি, কালো কালি
সাদা প্যাডে,আকাঁবাকাঁ অক্ষরে
ভুল বানানের একটি চিঠি।
আড়ালে চুপি চুপি
মা- বাবাকে লুকিয়ে
নিঝুম রাতের একটি চিঠি।
ফোটা ফোটা চোখের জলে
সুখ দুঃখের সংমিশ্রনে
কিংবা রক্তে লিখা অক্ষরে
একটি চিঠি।
লিখো সুখের কথা
কিংবা লিখো দুঃখের
কেমন আছ জানিয়ে লিখো
একটি চিঠি।
অভিযোগ অভিশাপে
ঘৃনায় করুনায়
কিংবা মনের ভুলে
লিখো তুমি একটি চিঠি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।