আমাদের কথা খুঁজে নিন

   

রঙের মেলায়

লেখিতে এবং পড়িতে ভালবাসি।

ভবের দেশে রঙশালায় কত রঙ দেখা যায়, কেউ রঙ বেঁচে খায় কেউ রঙে মন রাঙায়। আমার পাগল মন খানা একলা একা ঘুরে বেড়ায় রঙের মেলায়, রঙের লীলায় উদাস মনে রঙ মিলায়। সাদা কালো রঙটা ভালো যায়না বুঝা আসল রঙ। মুখোশ পড়ে দুষ্ট লোকে রঙের মেলায় করে ঢঙ। কত মনের সাদা পাতায় ভুল মানুষে রঙ ছড়ায় রঙের মেলায়, রঙের লীলায় উদাস মনে রঙ মিলায়। সাতটি রঙে কত ঢঙে রঙিলা মন নেচে যায়, রঙের নেশায়, রঙের আশায় আসল রঙটা হারিয়ে যায়। কত মনের রঙ বদলে কত মানুষ কেঁদে যায়। রঙের মেলায়, রঙের লীলায় উদাস মনে রঙ মিলায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।