আমাদের কথা খুঁজে নিন

   

রঙের রাঙারেখা



প্রতিটি মানুষই মনের অজান্তে কিছু ছবি আঁকে। সুর কিংবা সন্ধ্যার।বক্ষ কিংবা বেদনার। চুম্বন কিংবা চৈতন্যের। ঢের দেরী করে ঘুম থেকে জেগে কোনো এক সকালের গায়ে মাখিয়ে দেয় প্রত্যন্ত পরাগ। রঙের রাঙারেখা। তারপর ধ্যানমগ্ন আঁচড়ের আড়ালে এঁকে যায় নিজেকে। কিংবা যে প্রগাঢ় চুম্বনের দাগ রেখে যায় নিশীর নিঝুম কণিকায়, তার দৃষ্টান্ত দেখে ভরা চাঁদ ও আঁকে নিজেকে বিংশ পূর্ণিমায়........ আর মেঘও আঁকে ছবি, আঁকে প্রেম কামনার অমোঘ নিয়মে রঙগুলো তখন রমণের চোখেবুকে স্মৃতি হয়ে জমে । ছবি - লু আন্দ্রে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।