আলোচনা সমাধানের পথ
ছবি আঁকতে বসেছ , রঙের অভাব ?
প্রকৃতির রঙ্গিন আহ্বান তোমার জন্যে,
রঙের ছড়াছড়ি তোমায় হাতছানি দেয়।
খুঁজতে পার তুমি তাকে রিক্ত হস্তে।
দুঃখের নীল মেঘগুলো আকাশে ভাসে,
নীলের বন্দনায়, নীলিমা সাজে অপরূপা আকাশ।
তবুও তুমি নীলের খোঁজে অস্খির, চঞ্চল।
আর লাল রক্তে রঞ্জিত রাজপথের আলপনা।
আরব সাগরের রক্তিম হৃদয় নিংড়ানো ঢেউ,
ধর্মের তথাকথিত শান্তি র বুলিতে হিংসার রক্ত ।
তবু কেন হাহাকার , লাল,লাল আর লাল !
সবুজ, সে তো আমার দেশের মনমাতানো ছবি।
ঘর হতে দু’পা এগিয়ে সবুজের নিত্য খেলা।
লোভী মানুষের সবুজ নাশের অশব্য নৃত্য,
তাই বুঝি তুমি সবুজ খুঁজছ কান্নার জলে?
হলুদ, সে তো পাথর হওয়া মানুষের ফ্যাকাশে মুখ।
স্বজন হারানোর কান্নাভেজা মায়ের তুলতুলে গাল ।
ক্রন্দনের শব্দ অনুভব করছ না, তাই হলুদের অভাব।
কালো, সে তো মানুষের কপট চরিত্রের রং,
মানুষের কুৎসিত, কদাকার অশব্য আচরণের স্বরূপ।
কালো খুঁজে পাওনি ,তা কি হয়?
সাদা , সে তো আমার দেশের খাঁটি মানুষের রূপ।
মনের বিশালতা, মাটির ছোঁয়ায় অমলিন ছায়া।
সাদার সন্ধানে আজ মানুষ মত্ত,আন্দোলনরত।
রঙহীন সাদা ছবি সাক্ষ্য দিচ্ছে অনেক কিছুর।
হরেক রঙের মিশেল রঙ্গচ্যুতি ঘটিয়েছে,
প্রকৃতির মানবীয় পরিবেশে তাই রঙের বড়ই অভাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।