আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
রঙের পার্থক্য
___________
পলেস্তারা খসে পড়ে ক্রমান্বয়ে
অটুট শক্তিহারা সময়ের বিভ্রমে -
মাংস সর্বস্ব চিপেচিপে রস ও পানীয় হয়,
চামড়ার ভেতর থেকে বেরিয়ে আসে
অতীত নয়তবা ঘূনকঙ্কাল।
যারা বিদগ্ধ আছ সারিবদ্ধ হও
পতিত হও অকাল কুপে-
দড়ি ও সিড়িহীন পতনের শিউরে ওঠা
অনুভবে রাত্রিরা দ্বিখণ্ডিত হবে নিঃশব্দে
অন্ধকারেই পুড়ে যাবে নক্ষত্র শতশত
আঁধার হাতড়ে খুঁজে নিও কিছু।
রঙের পার্থক্য না দেখার কালে
দুমরে মুষড়ে একাকার হবে সময়-
একদিন
আলো আঁধারের আত্মহননকালে
আমরা সবাই বর্ণান্ধ হবো,
অথবা জন্ম থেকেই আমরা অন্ধ।
তোমাদের হস্তরেখার সমান্তরাল ও বক্রতার
মধ্যবর্তী ব্যবধানে হিসেব করে নিও
অতীত ও আগামীর,
ওরা তারাদের সাথে বসবাস করে।।
_______________________
________বাকী অরিন্দম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।