আমার ঘরে রঙের মেলা বসে
রঙের মানুষ বেড়ায় হেসে হেসে...
উঠোন জুড়ে বাহারী ফুল ফোটে
শালিক পায়রা এসে বসে তাতে
কিচির মিচির শব্দ গানে নেচে
সরব করে দুধসাদা সব প্রাতে।
আমার ভেলার ত্রিভুজ পাটাতনে
আঁকিয়েরা রঙের ছবি আঁকে
জলছবিরা নিত্য ভেসে ভেসে
ভিজে ওঠে সচল জলের বাঁকে।
আমার পুকুর ভরে সবুজ পানায়
মাছেরা সব বৃত্ত করে লাফায়
হঠাৎ করে হাঁসের দাঁপাদাঁপি
মাছরাঙারা গাছের সারে দাঁড়ায়।
নিত্য এদের ভীষণ খুঁনসুটিতে
দুঃখের চাঁদটি স্থান পায় না ওতে
সকাল সন্ধ্যা আমরা সবাই মিলে
সুখের চাষে ব্যস্ত থাকি মেতে।
আমার ঘরে রঙের মেলা বসে
রঙের মানুষ বেড়ায় হেসে হেসে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।