আমাদের কথা খুঁজে নিন

   

ভয়ঙ্কর একটি রাত

০০০০০০০০০০০০০০

নানা বাড়ি বেড়াতে আসছি ঈদ করব ২০০৮ সাল এ , ঈদের দিনরাতে ৩.৪০ এম পর্যন্ত কম্পিউটার এ বসে দেশের বাহিরের সমস্থ আতœীয়স্বজনদের সাথে কথাকোপন শেষ করলাম। এখন ঘুমানো সময় , সরাসরি বিছানায় না গিয়ে সোফায় ঘুমানোর চেষ্টা শুরু হলো কিন্তু ঠিক মতন চোক বুজতে না বুজতে জানালাতে তাকাতে দেখলাম কে যেন দাড়িয়ে আছে কালো মতন ছোট খাট,জানালাটা বারান্দার ভিতরে ,বাড়ির বারন্দায় গ্রীল দেওয়া ,বাহিরের কোন লোক প্রবেশ বা হাত দিলেও ধরতে পারবে না ,৫-৬টা হাত জোড়া লাগালে মনে হয় ধরতে পারবে । কিছু বুঝে ওঠার আগেই আমার বাম হাত ধরল ,আমি লাফ দিয়ে নিজের ডান হাত পিছনে নিয়ে আমার বাম হাত স্বজোরে টানতে লাগলাম, সোফায় পা দিয়ে জোর খাটালাম একটু একটু করে পিছনে আসতে লাগলাম ,বর্শীতে মাছ ধরা পড়লে যেই রকম করে পানির মাধ্যে সুতা টানা টানি করে ঐরকম করে হাত টানতে লাগল , তখন পর্যন্ত আমার খেয়াল হলোনা যে ওর হাত লম্বা হচ্ছে , আমি সোফায় কোণায় আরো জোরে পা দিয়ে ঠেলা দিলাম দেখলাম আমার পায়ে জোরে এত বড় সোফাটি শুন্যে উঠল আর উপুড় হয়ে নিচে পড়ল, আরো পিছনে চলে আসলাম জানলা থেকে , আস্তে আস্তে বলছি এই ছাড় এই ছাড় , ক্রমে আমার গলার স্বর ভারী হয়ে আসতেছে আর বলছি এই ছাড় এই ছাড়, অনুভব করতেছিলাম invisible things টা ঘরের মধ্যে ঢুকে পড়ল কিনা ,তাই পা দিয়ে অন্ধকারে লাথি দিতে থাকলাম ,আব্বু আম্মু পাশের ঘরে আর নানু নানী অন্য ঘরে , চিৎকার করলাম ছাড় ,পরে লা হাওলা . . . . .ইল্লাবিল্লাহিল আলিউল অযীম পড়লাম ২ বার এর মধ্যে ছেড়েদিল , আব্বু আম্মু আসল, পুরা বাড়িটি আবার বড় প্রাচীর দিয়ে ঘিরা ,মানুষ হলে তো দেখার কথা , অলো জ্বলে উঠল আমি বিমর্ষ হয়ে বসে পড়লাম , আমার বিড়াল পিংকি আসল তখন ,পিংকি কারো দিকে না তাকিয়ে এ জানালার দিকে এক ভাবে তাকিয়ে থাকল, পশু পাখি এই সব বুঝতে পারে শুনেছি, হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতের কবজি রক্তে মত লাল হয়ে আছে আর হাতের উপর সাপের পেটের মত দাগ পড়েছে মোটা এক আঙ্গুলের মত ,আমার social anxiety problem আছে জানতাম কিন্তু এই টা আমি কোন মতে কোন কিছু দিয়ে ব্যখ্য করতে পারলাম না কারণ এই ২ মিনিট আমি পরিষ্কার দেখেছি আমি কোন মতেই ঘুমের মধ্যে ছিলাম না ।এর পর থেকে টানা ১ বছর কেউ পাশে না থাকলে ঘুমাতে পারিনি ,আলো জ্বেলে ঘুমিয়েছি ..,যতদিন বেঁচে থাকব এই রাত ভুলব না ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.