আমাদের কথা খুঁজে নিন

   

ভয়ঙ্কর ১০মারণাস্ত্র:: ১ হ্যাকলার কচ:

[img|http://ciu.somewherein.net/ciu/image/97292/small/?token_id=72ee4397cfb94b31791411b1ec7ecb6a হ্যাকলার কচ। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মারণাস্ত্র এটি। এইচকে এমজি ৪৩ এই মেশিন গানটির প্রস্তুতকারক জার্মানির হ্যাকলার অ্যান্ড কচ কোম্পানি। এর নিরীক্ষণ ক্ষমতা ৫.৫ মি.মি.। এ অস্ত্রটি পরিপূর্ণভাবে প্রস্তুত হয় নব্বই দশকের শেষের দিকে।

তবে প্রথম প্রদর্শিত হয় ২০০১ সালে। যদিও অস্ত্রটি অনেক আগেই তৈরি হয়েছে, তারপরও এর প্রতি আস্থা রেখে চলেছে ব্যবহারকারীরা। দেখতে অনেকটা সাদামাটা হলেও এর কার্যক্ষমতা অন্যান্য মেশিনগানের তুলনায় কয়েকগুণ বেশি। মুহূর্তেই কেড়ে নিতে পারে অনেক প্রাণ। প্রথম দিকে জার্মানিতে এর ব্যবহার হলেও পরবর্তীতে এর ব্যবহার বাড়তে থাকে বিশ্বের অন্যান্য দেশেও।

বিশেষ করে বিভিন্ন বাহিনীর গানপয়েন্ট বা চেকপোস্টে এটি ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইউরোপ ও এশিয়ার সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে। অত্যাধুনিক ও প্রযুক্তির নিত্যনতুন পরিবর্তনে আজও এর গ্রহণযোগ্যতা টিকে আছে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.