আমাদের কথা খুঁজে নিন

   

একটি সাবমেরিন ও কিছু কথা

পানি খাই পানি!!!

ভাবতেই অবাক লাগছে একটা জলজ্যান্ত বাস কিভাবে সাবমেরিন এ রুপান্তর হইলো!!! দূর দেশে থাকি আমি তাই অনেক খবর পেতে সময় লাগে কিন্তু প্রথম আলোর কল্যানে আমরা ইদানিং অনেক খবর ই সময় মত পাচ্ছি... একটা ধন্যবাদ তাদের পাপ্যই বলতে হবে... ভোর বেলা ঘুম থেকে উঠিয়া প্রথম আলো দেখিয়া আঁতকে উঠিলাম... ভয় পাইয়েন না, এইটা কিন্তু সুরুজ মিয়া না এইটা কইলাম পত্রিকা। সাত সকালে কয় রেলিং ভেঙ্গে বাস নদে পরে গিলছে, বাস নাই বাস নাই । বিস্তারিত পরার জন্য ক্লিক করতেই আমাকে শিরোনাম টিই আবার পরতে হল কারন আলু সাহেবেরা এখনো পুরা খবর পান (আফ্ লুড করেন) নাই। যাই হক কাজ শেষে রাতে পেলাম অর্ধেক সংবাদ । “পাল্লা দিয়ে ছুটতে গিয়ে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস রাস্তা থেকে ছিটকে তুরাগ নদে পরে তলিয়ে গেছে।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর উপকণ্ঠে আমিন বাজারের কাছে মহাসড়কের সালেপুরে এ ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে ছয় যাত্রী সাঁতরে ও ভেসে তীরে ওঠেন। এঁদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনোয়ারা পরে হাসপাতালে মারা যান। সারা দিন চেষ্টা করেও যাত্রীসহ ডুবে যাওয়া বাসটির কোনো সন্ধান মেলেনি। ” প্রথম আলো থেকে কপি পেস্ট মেরেছি ।

এত টুকু পরেই আমার পেট ভরে গিয়েছিলো। সারা দিন চেষ্টা করেও নাকি বাসটির সন্ধান মেলেনি, বাহ!বাহ! কি চমৎকার দেখা গেল, একটি বাস নদে পরল, বাস হলো সাবমেরিন, সবাই বলি আমিন আমিন। । ঘটনা ঘটিল বেলা ১১ টায়। উদ্ধার কর্মীরা এলেন সাড়ে বারটায়।

ততক্ষনে কিন্তু সবার ই বারোটা বেজে গেছে, এস ইন ক্লক ওয়াইজ অ্যান্ড স্পেশিয়ালি ফর দোজ প্যাসেঞ্জারস। কতজন ছিলেন বাস এর মধ্যে সেইটা আর না লিখি বাট তারা অভাগা ছিলেন ফর শিওর। আমাদের বীর ফায়ার ব্রিগেড কর্মীরা এলেন কিন্তু লাঞ্চ শেষ করে। লাঞ্চ শেষ করে এলে কি হবে, তাদের মনে খচখচ করিতে লাগিল এই ভেবে যে- বাস পরিলো পানিতে, আমরা গিয়ে কি করিবো? আমরা তো আগুন নিভাই আর বাস এ তো আগুন লাগেনাইক্কা, আমাদেরকে তো আবার কালকে ম্যাডাম এর জনসভায় যেতে হবে... আরে বাহ! ট্রেন এ আগুন লাগবে যে!! তারা আগুনের গাড়ি ছুটাইয়া আসিলেন কিন্তু কাজের কাজ কিছুই করিতে না পারিয়া ফোন দিলেন নৌ বাহিনী এর টিম কে। নৌ বাহিনী টিম আরো এক ডিগ্রি সরেষ।

তারা আসিলেন দুপুর আড়াই টায়। ততক্ষনে আজরাইল মশাই কিন্তু সবাই কে লইয়া অজানার উদ্দেশ্যে রওনা হইয়া গিয়াছেন। নৌ বাহিনী টিম ভাবিতে লাগিলো, কি আজব! বাস এর জন্য পানিতে নামতে হবে ভাবিনাই কোনোদিন...কবে যে টাইটানিক উদ্ধার এর ডাক পাবো !! যাই হোক তারা আসিলেন, দেখিলেন, কাজের কাজ কিছুই হইলোনা। কে জেনো শুধাইলেন... নেভার মাইন্ড উই উইল ব্রিং সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সিষ্টেম ফ্রম চিটাগং, ইট উইল বি অল স্মূথ। আরো অনেক ধানাই পানাই, মন্ত্রী মহোদয় এর আগমন, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সিষ্টেম এর ব্যবহার, পুলিশের মৃদু লাঠিপেটা, জনগণের বিক্ষোব তো চলছিলই।

মন্ত্রী কিন্তু বলেই ফেললেন, এই জাতীয় দুর্ঘটনা মোকাবিলা করতে আমাদের কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। মনে মনে বলিতেছিলেন, বাহ! একটা ইস্যু পাওয়া গেলো, দেখি আপাকে বলে কিছু টাকা পকেটস্থ করতে পারি কিনা । নমিনেশন নেয়ার সময় তো অনেক টাকা দিসি এখন কেন আমার ফাইল এ সই দিবোনা আপা... অবশ্যই দিব। পড়ালেখা পশ্চাদ্দেশ দিয়ে ঢুকিয়ে দেয়া পুলিশ কিন্তু সুন্দর বাণী দিয়েছেন জনগণের উদ্দেশ্যে... আপনারা যেভাবে লাশ চান ওইভাবেই দেয়া হবে, নো টিয়া তদন্ত ফর সিওর । শেষে উদ্ধার কর্মীদের ততপরতায় প্রায় ১ দিন পর বাস টির সন্ধান পাওয়া যায় কিন্তু প্রবল শ্রোত এবং কিছু গ্যাস লাইন থাকার কারণে উদ্ধার কাজ সম্ভব হচ্ছিলনা।

ওহ ওয়েল কি আর করা... নৌ, সেনা, বিআইডব্লিউটিএ টিম তাদের সর্বাত্তক উদ্ধার কর্ম অব্যাহত রেখেছেন। ধন্যবাদ নিহত দের আত্মার মাগফিরাত কামনা করছি। আমিন । । ।

[ আমি ব্লগে নতুন... এইটাই প্রথম লিখা। সব ধরণের মন্তব্য কে স্বাগত জানাই। । ধন্যবাদ ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.