আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মূলধন সরবরাহের আশ্বাস

রোববার অর্থ মন্ত্রণালয়ে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বাজেটে এ বিষয়ে প্রভিশন রাখা হয়েছে। এটা আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। ”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রধানত খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে নয় হাজার সাতশ কোটি টাকা।
ঘাটতি মেটাতে সরকারকে পাঁচ হাজার কোটি টাকা সরবরাহ করার অনুরোধ জানানো হয়েছে বলে বৈঠকে উপস্থিত একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদের জানান।
সাংবাদিকদের এ নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি অর্থমন্ত্রী।


সভাকক্ষ থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে তিনি বলেন, “শোন, এটা কনফিডেনসিয়াল বৈঠক। এটার বিষয়ে কিছু বলা যাবে না। ”
মন্ত্রী শুধু বলেন, “আমরা বৈঠকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা রিভিউ করেছি। উই আর নট ইন এ গুড সিচুয়েশন। ”
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবমতে, জুন পর‌্যন্ত রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৫২ কোটি ৮৭ লাখ টাকা, যা অন্য যেকোন সময়ের চেয়ে বেশি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.