আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিরাপত্তা ঝুঁকিতে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে স্বীকার করেছেন স্বয়ং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এসব ব্যাংকের নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় বেসরকারি অংশীদারিত্ব দেওয়া হবে বলেও ঘোষণা দেন। গতকাল রাজধানীর একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে অভিনব পদ্ধতির জালিয়াতি প্রতিরোধে সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।

চলতি মেয়াদেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় বেসরকারি অংশীদারিত্ব দেওয়া হবে। একই সঙ্গে শীঘ্রই রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোও ঘোষণা করা হবে। অর্থমন্ত্রী বলেন, রূপালী ব্যাংকে বেসরকারি অংশীদারিত্ব রয়েছে। বাকি তিনটি ব্যাংকে শীঘ্রই বেসরকারি অংশীদারিত্ব বাড়ানো হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিমালা ও নিয়মনীতি মানা হয়।

কিন্তু পরিচালিত হচ্ছে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে। সরকার এতে কোনো খবরদারি করে না। ফলে ব্যাংকগুলো সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে মনে করেন তিনি। -নিজস্ব প্রতিবেদক

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.