মেক্সিকোর মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম নেতা মারিও রামিরেজ ট্রেভিনোকে গত শনিবার গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। এক্স-২০ সাংকেতিক নামে পরিচিত রামিরেজ দেশটির সবচেয়ে পুরোনো মাদক ও অপরাধ সংগঠন গালফ কার্টলের প্রধান বলে ধারণা করা হয়।
মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় রামিরেজকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, সেনাবাহিনী ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে উত্তর মেক্সিকোর রিও বেভারো থেকে রামিরেজকে গ্রেপ্তার করেছে।
মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায়ও রামিরেজের নাম রয়েছে। ২০০৬ সালে তালিকায় তাঁর নাম যুক্ত করে ওয়াশিংটন। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।