আমাদের কথা খুঁজে নিন

   

মেক্সিকোর আশা বাঁচিয়ে রাখা জয়

কনকাকাফ নামে ফুটবল বিশ্বে পরিচিত এই অঞ্চলে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মেক্সিকোর অবস্থান চতুর্থ। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে হন্ডুরাস। যুক্তরাষ্ট্র (১৯ পয়েন্ট) ও কোস্টারিকা (১৫) আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। ছয় দলের কনকাকাফ অঞ্চলে প্রত্যেক দলের আর একটি করে ম্যাচ বাকি। মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে ৪০ মিনিটে ফরোয়ার্ড রাউল জিমেনেসের পাস থেকে স্বাগতিকদের এগিয়ে দেন আরেক ফরোয়ার্ড পেরালতা মোরোনেস।

৮১ মিনিটে ফরোয়ার্ড লুইস কার্লোসের গোলে সমতায় ফেরে পানামা। এর চার মিনিট পর মেক্সিকানদের জয়সূচক গোলদাতা জিমেনেস। কনকাকাফ অঞ্চলের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্র ২-০ গোলে জ্যামাইকাকে হারিয়েছে। ক্যানসাস সিটিতে স্বাগতিকদের দুই গোলদাতা মিডফিল্ডার গ্রাহাম জুসি ও ফরোয়ার্ড জসমার আল্টিডোর। এই অঞ্চল থেকে সেরা তিনটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

আর চতুর্থ দল ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের সঙ্গে দুই লেগের প্লে-অফ খেলবে। সরাসরি ব্রাজিল যাত্রা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকাল) কোস্টারিকার মাঠে মেক্সিকোকে শুধু বড় ব্যবধানে জিতলেই চলবে না, প্রার্থনা করতে হবে জ্যামাইকার মাঠে হন্ডুরাসও যেন হারে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.