ভেনেজুয়েলার বিমান বাহিনী মেক্সিকোর একটি বিমান ভূপাতিত করেছে। অনুমতি না নিয়ে ভেনেজুয়েলার আকাশে প্রবেশের কারণে এটিকে ভূপাতিত করা হয়েছে।
দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, মেক্সিকো সীমান্তের কাছে ছোট আকারের একটি 'হকার' বিমানকে সনাক্ত করার পর বিমান বাহিনী সেটাকে ধ্বংস করেছে।
ভেনেজুয়েলার সরকার ভূপাতিত ওই বিমানের ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ভূপাতিত হওয়ার পর বিমানটিতে আগুন জ্বলছে।
এদিকে, মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভেনেজুয়েলার কাছে ব্যাখ্যা চেয়েছে। আন্তর্জাতিক আইনের আলোকে ব্যাখ্যা দিতে বলেছে দেশটি।
উল্লেখ্য, মাদক চোরাচালান বন্ধের লক্ষ্যে বিনা অনুমতিতে আকাশসীমায় প্রবেশকারী বিমান ভূপাতিত করার নীতি অনুসরণ করে আসছে ভেনেজুয়েলা। এর আগেও দেশটির বিমান বাহিনী এ ধরনের বিমান ধ্বংস করেছে। ভেনেজুয়েলায় মাদক উৎপাদিত না হলেও চোরাচালানকারীরা দেশটিকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে থাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।