আমাদের কথা খুঁজে নিন

   

অভাবে সন্তান দত্তক

পটুয়াখালীর কলাপাড়ায় অভাব আর স্বামীর নির্যাতন সইতে না পেরে এক মাসের শিশুপুত্রকে অন্যের কাছে দত্তক দিতে বাধ্য হয়েছে অসহায় এক মা। উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে মা তাসলিমা বেগম বুক ভরা কষ্ট নিয়ে নিজের গর্ভে ধারণ করা সন্তানকে একই উপজেলার রজপাড়া গ্রামে নিঃসন্তান পরিবারের হাত তুলে দিয়েছেন। শিশুটিকে নিয়ে যাওয়ার সময় সারা শরীরে ময়লা ছিল। পরনে কোনো কাপড় ছিল না। বাড়িতে এনে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়েছে ওই পরিবারটি। নিঃসন্তান নাসিমা বেগম মা হতে পেরে আনন্দে আত্দহারা। উভয় পরিবার কোনো অর্থের বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়নি বলে দাবি করলেও এলাকাবাসী জানিয়েছে সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। তাসলিমা বেগম জানান, তার স্বামী নেশা করতে করতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। জন্ম হওয়া সন্তান তার নয় বলে অন্য কাউকে দিয়ে আসতে বলে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.