প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
অন্তর্গত সৌন্দর্যের সুধায় বিরহযাপনের রাত্রিগুলো ভরে দেবে..!!
[ শাফিক আফতাব ]................
তুমি এলে মনে হয় মিষ্টির ভাণ্ড আছে তোমার কাছে
আমি এক আবহমান শিশু__তোমার মিষ্টির ভাণ্ডে চোখ রেখে অনন্তে তাকাই
তোমার চোখের তারায় বিচ্ছূরিত আলোরশ্মিতে আমি গলে গলে যাই
তোমার গহীনে আমি প্রগাঢ় অনুভবে বয়ে বয়ে যাই
তোমার অনুকূলে পলে পলে আমি নীলোৎল হয়ে ফুটি।
কী রহস্য মনে হয় তুমি এলে !
মনে হয় কিছু দেবে আমায়, ভ্যানিটি ব্যাগ থেকে দেবে সুধার দানা
কিংবা বুকের গভীর থেকে উষ্ণ কবিতার ছন্দ
কিংবা নির্জনবিজন প্রান্তর থেকে একগুচ্ছ আবেশ দেবে আমাকে
স্বর্গের সুধায় ভরে দেবে।
তুমি এলে আমি এক বুক আশা নিয়ে বসে থাকি
জানি তুমি এসে ভরাবে আমায়, নিকষ অমায় সৌন্দর্যের সুবাসে কানায় কানায় ভরে
দেবে,__ বর্ষার উচ্ছল নদী
আমাকে দেবে ভালোবাসা__অপরা জলোধী।
বিদেশপ্রত্যাগত তুমি এলে মনে হয়__কত উপহার এনেছো আমার জন্য
এবার উপোসে কাটা যাতনাগুলো ফুল হবে
পোড়া জমিনে সজিবতার বাতাসে দোল খাবে দামাল বাতাস
তুমি উন্মোচিত হবে, অন্তর্গত সৌন্দর্যের সুধায় বিরহযাপনের রাত্রিগুলো ভরে দেবে..!!
২০.১১.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।