আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর্গত আগুন

শেষ বলে কিছু নেই

হিংসুটে বায়ু পাক খেলে নেশামত্ত পাংশুটে আলোয় উড়ে যাওয়া বকের ডানায় আটকে যায় চোখের মণি আর হৃদয়কে টেনে নিয়ে যায় মহাপৃথিবীর দোরগোড়ায়; যেখানে প্রবহমান খনিজের পাশে- ওড়ে প্রাণের সিম্ফনি প্রাণ ভালবাসে দেহপিঞ্জর, দেহ চায় অনিঃশেষ যৌবন আমার হৃদপিণ্ডে বয়ে চলে জলাগ্নির মত্ত নীল-যমুনা... অন্ধকার ভাঁজ খুলে টেনে নেয় কামনার গহীন ভেতরে, আগুন যদি একবার চিনে ফেলে আগুনের প্রকৃত নমুনা সেই কবে- কোন এক পদ্যঝরা ফাগুনে মাটি-ঘাস-সবুজে-রদ্দুরে শরীর চিনেছিল দেহজ খনিজ; মেঘের আঁচল ছুঁয়ে দিলে তৃষিত সারসের ঠোঁট আজও সবেগে নড়ে ওঠে ঘুমন্ত ম্যাঙ্গানিজ... অচেনা বাসনার ডিমে যদি তা দিতে বসে চিরচেনা আগুনের পাখি কী এসে যায় পার করে আরো কিছু শরীরী বয়স যদি গদ্যে-পদ্যে অবিমিশ্র যৌবন আঁকি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.