আমাদের কথা খুঁজে নিন

   

একটি পদ্য কিংবা অন্তর্গত দ্বান্দ্বিকতা-১

Woods are lovely dark and deep And I have a promise to keep

শীতের রাতে কু্যাশার বৃষ্টিতে ভিজে আরও একটি নতুন হেমন্তের অপেক্ষায় ছিলাম মাত্রাতিরিক্ত ক্ষরনে আমি বড় ক্লান্ত ছিলাম তখন মনন কিংবা মগজ উপকরনের খোজে ছিল দিক চিহ্ণ শুন্য এখন বুঝেছি শীত বৈরী ছিল না কখনো আমার বস্তুতঃ পক্ষে আমিই আমার শত্রু মাতৃজঠরের মমতা বিদ্যমান থাকে কিনা চিরকাল মাতৃত্বে,এখনও সংশয়ে ভাবি আজও প্রাক তারুন্যে বোধি আমাকে নারকীয় উল্লাসে বিক্ষত করে আর বার বার পরাজিত পুরান রচনা করে কখনো কখনো আঙ্গুল ব্যর্থতার পদ্য রচনায় দারুন সিদ্ধ থাকে চক্ষু সপ্তর্ষি মন্ডলে কেবল ব্যর্থতার চামচ দেখে চিরায়ত দ্বন্দ্বে হূদি দ্বন্দ্বের গান গেয়ে চলে চেতনার অন্ধকার মুহুর্ত্যে কেবল সেই দ্বন্দ্বের অবসান হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.