আমাদের কথা খুঁজে নিন

   

নচিকেতার নতুন গানঃ সে কি ফিরবেনা।

অকাট মূর্খ যাকে বলে আমি তাই।সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা।পোড়া কপাল!!
চেনা শোনা পৃথিবীটা পর হয়ে গেলো ভেঙ্গে গেলো চেনা সাইকেল হাইওয়ে জুড়ে শুধু লাল সিগন্যাল স্বপ্নের চাকা ব্রেকফেল দু'পায়ে বড় ব্যথা, হাঁটছে নচিকেতা জানিনা সূর্যটা উঠবে কখন সে কি ফিরবেনা ফিরবেনা কোন পথে সে কি ফিরবেনা ফিরবেনা ছায়াপথে। রাত্রির ফুটপাথে থেমে থাকা বিজ্ঞাপনের মুখ লিপস্টিক লাল সময়ের কাটা ছুটছে যখন ভাবছি কখন হবে সকাল আঁকি বুকি কেটে কালি শেষ হয়ে গেলো ভেঙ্গে গেলো চেনা স্কেচ পেন রেললাইনের বুকে জোনাকীর ভীড় থেমে গেল গেল ট্রেন ট্রেন দু'পায়ে বড় ব্যথা, হাঁটছে নচিকেতা জানিনা সূর্যটা উঠবে কখন সে কি ফিরবেনা ফিরবেনা কোন পথে সে কি ফিরবেনা ফিরবেনা ছায়াপথে। সকালের রোদ্দুর প্যাস্টেল রঙ বুকের দেয়ালে লেখে খেয়ালী শ্লোগান চোখে চোখ রাখা সম্ভব নয় ঝলসে যাচ্ছে কত ফুলের বাগান আজকের সূর্যেরা সন্ত্রাসবাদী ভালোবাসা খোঁজে বাইপাস বাসস্টপে বৃষ্টিরা ভীড় করে এলো নেই দূরপাল্লার বাস দু'পায়ে বড় ব্যথা, হাঁটছে নচিকেতা জানিনা সূর্যটা উঠবে কখন সে কি ফিরবেনা ফিরবেনা কোন পথে সে কি ফিরবেনা ফিরবেনা ছায়াপথে। গানটি শুনতে চাইলে এখানে খোঁচা মেরে ডাউনলোড করে নিন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.