জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা..... বন বন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানা রঙ খেলা -২ ট্রাপিজের সরু তারে হয়ত দুলছে কেউ রাজনীতি পাশা কারও জনসমুদ্রে ঢেঊ লক্ষ্য তো একটাই ভাগ্য মুঠতে চাই ছুটছে সবাই সারা বেলা জিতে গেলে হিপ হিপ হুররে শুনবে তুমি হেরে গেলে শেম শেম ইটস এ গেম ইটস এ গেম ইটস এ গেম বিজয়ীরা বরাবরই ভগবান এখানেতে পরাজিতরাই পাপী এখানে রাম যদি হেরে যেত রাবায়ন লেখা হতো রাবণ দেবতা হত সেখানে – ২ কেন পথ নিয়ে মাথাব্যথা? কেন পথ নিয়ে মাথাব্যথা, জেতাটাই বড় কথা হেরে গেলে শেম শেম ইটস এ গেম ইটস এ গেম ইটস এ গেম ভালবাসা আসলেতে একটা চুক্তি যেন আনুভুতি-টনুভুতি মিথ্যে কেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস, আসলে সবাই চায় জিততে - ২ ভালবাসা? ভালবাসা আসলে তে পিটুইটারীর খেলা আমরা বোকারা বলি প্রেম ইটস এ গেম ইটস এ গেম ইটস এ গেম লিংক ################ হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার... তখন মুখোমুখী আমি আর শৈশব, মাঝখানে ব্যাবধান কুড়ি অথবা তিরিশ অথবা চল্লিশ অথবা........ একা একা পথ চলা, একা একা কথা বলা- হাজার মানুষের ভীড়ে মিশে ভোরের কোলাহল ঘুমের শেষে, দু'চোখ আজো খুঁজে ফেরে ফেলে আসা ছেলেবেলা। সেই মায়ের গানে ঘুমের পরী, আজো থেমে আছে সময়ের ঘড়ি। সেই ঝিম ধরা দুপুর বেলা, ঘুমে জাগরনে হারানো খেলা ছেলেবেলা ছেলেবেলা। সেই ঝড়ের রাতে মায়ের আঁচল, নজর না লাগা প্রহরী কাজল। সেই রাত সে চাঁদ সে স্বপন ভেলা, ছিঁড়ে যাওয়া স্মৃতির মালা ছেলেবেলা ছেলেবেলা। একা একা পথ চল্ একা একা কথা বলা- হাজার মানুষের ভীড়ে মিশে, ভোরের কোলাহল ঘুমের শেষে দু'চোখ আজো খুঁজে ফেরে ফেলে আসা ছেলেবেলা। লিংক উৎসর্গ: একজন আরমান,আশিক মাসুম,দিকভ্রান্ত*পথিক, শের শায়রী, রাইসুল সাগর,সেলিম আনোয়ার,প্রিন্স হেক্টর,মাক্স,জাকারিয়া মুবিন , ঘুড্ডির পাইলট, লোনলিফাইটার,চেয়ারম্যান০০৭,জাতির নানা ,দায়িত্ববান নাগরিক ,নোমান নমি ,গ্রাম্যবালিকা , শায়মা আপু সহ সকলকে.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।