বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
আমার কাছে দেশীয় শিল্পীদের থেকে বিদেশের শিল্পীদের গাণ কেন জানি ভাল লাগে?
দেশী শিল্পীদের ভাল লাগে কিন্তু মনটা থাকে ভিন দেশে ।
ইন্ডিয়ান বাংলাগাণ গুলো কেন জানি ভাল লাগে?
তবে, আপনার কোন ধরনের ভাল লাগে,
আমার তো, নরমাল থেকে এবনরমাল সব ধরনের গানই ভাল লাগে ।
তবে নজরুল আর রবীন্দ্র সঙ্গীত এর মধ্যে পাথ্যর্ক আমি বুঝি না, কেউ যদি জেনে থাকেন, তাহলে জানাবেন । । ।
।
কুমার শানু আর বেবী নাজনীন যেই বলেন, সবার গান ই মোটামোটি শুনি ।
মাঝে মাঝে আপন মনে গাই যখন, মানুষ তখন হেসে ফেটেঁ পড়ে ।
[গাঢ়] যেহেতু, গাধাঁর গলার ডাক [/গাঢ়]
কিন্তু করব, আল্লাহ যদি আরেকটু গলা ভাল দিত, তাহলে হয়ত, মানুষের সুনাম কুড়াতে পাড়তাম, কি বলেন !
না, গান শুনার তেমন কোন অভ্যাস নেই, তাই যেই গানই পাই তাই শুনি ।
অথার্ত যখন এমনি শুনার কিংবা টাইম পাস করার ইচ্ছা হয় ছেড়ে দেই ।
এতটুকুই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।