অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
বারোটায় অফিস আসি, দু'টায় টিফিন
তিনটেয় যদি দেখি সিগনাল গ্রীন
চটিটা গলিয়ে পায়, নিপাট নির্দ্বিধায়
চেয়ারটা কোনমতে ছাড়ি
কোন কথা না বাড়িয়ে, ধীরে ধীরে পা বাড়িয়ে
চারটেয় চলে আসি বাড়ি
আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী।
আমি সরকারি কর্মচারী, আমি আমি সরকারি কর্মচারী।
আমি অফিসেতে বসে বসে আনন্দলোক পড়ি
টাডা থেকে ছাড়া পেল সঞ্জয়
আর টেবিলেতে আমার ফাইলে জমে জমে
দূর থেকে মনে হয় হিমালয়
হপ্তায় হপ্তায় আন্দোলনের ঠ্যালা
টি.এ.- ডি.এ. বারানোর জন্য
এর মাঝে মাসে যদি একদিনও কাজ করি
অফিসটা হয়ে যায় ধন্য
কারো ফাইল পাস করে নির্লজ্জের মতো
হাতখানা পেতে দিতে পারি
আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী।
।
মা, মাগো... জগৎজননী, জন্মদায়িনী মা আমায় রক্ষা করো...
ঘুষ আমার ধর্ম,ঘুষ আমার কর্ম
ঘুষ নিতে কি সংশয়
প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ
ঘুষ খাওয়া কখনোই নয়
তাই কারো ফাইল পাস করে নির্লজ্জের মতো
হাতখানা পেতে দিতে পারি
আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। ।
এলবামঃ আমিই পারি।
প্রকাশকালঃ ১৯৯৮।
লিঙ্কঃ এদের আবার বেতন বাড়াইয়া দেয়া হইছে আমাদের দেশে.........কাজের কাজ লবডঙ্কা হবে!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।