আমাদের কথা খুঁজে নিন

   

তরুণের প্রতি



কোন অভাগা বুকের ভেতর পুষছে আজো দীর্ঘশ্বাস, হাজার রকম দুঃখ ভরা মনটা নিয়ে কোথায় যাস? একটু ভাবিস, দুঃখগুলো শক্তি কোথায় পায়, তোর-ই সৃষ্টি হতাশা গুলো তোকেই কুড়ে খায়! কি লাভ হবে, যাত্রা শুরুর আগেই যদি তা নাস্তি হয়? নতুন রকম ভাবলে কেন মনের উপর শাস্তি হয়? জীবনটা তোর আর কারও নয়, কেউ জানেনা শক্তি তোর, নিজেকে যদি বুঝতে পারিস,কেটেই যাবে মিথ্যা ঘোর। নানান জনের নানান মতে ঘটবে দ্বিধার আগ্রাসন, বুঝতে হবে, যুঝতে হবে লক্ষ্য হবে সিংহাসন। স্বপ্ন যেটা চোখেই ছিলো শিরায় শিরায় ছড়িয়ে যাক, স্বপ্ন যেন ছোটো না হয়, নাই বা তাতে যুক্তি থাক। সব কাজেতে বন্ধু হবে নিজের উপর আস্থাটা, যোগ্য পথিক হলেই পরে খুজবে তোকে রাস্তাটা। কালবোশেখীর দানবীয় নয়, তেজ যেন হয় সূর্যসম, প্রতিবাদের ডাক যেন হয়- মহাপ্রলয়ের তূর্যসম।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.